পৃথিবী থেকে লুপ্ত হয়ে গিয়েছে যে সমস্ত পশু-পাখি

Mar 24, 2018, 12:32 PM IST
1/10

animal 10

পৃথিবী থেকে লুপ্ত হয়ে গিয়েছে যে সমস্ত পশু-পাখি

ব্ল্যাক ফেসড হানিক্রিপার- ২০০৪ সালে শেষ ব্ল্যাক ফেসড হানিক্রিপারের মৃত্যু হয়। এবং পৃথিবী থেকে চিরতরে লুপ্ত হয়ে যায়।

2/10

animal 9

পৃথিবী থেকে লুপ্ত হয়ে গিয়েছে যে সমস্ত পশু-পাখি

ডার্চ অ্যালকন ব্লু বাটারফ্লাই- নেদারল্যান্ডের এই প্রজাপতির প্রজাতিকে শেষবার ১৯৭৯ সালে দেখা গিয়েছিল।

3/10

animal 8

পৃথিবী থেকে লুপ্ত হয়ে গিয়েছে যে সমস্ত পশু-পাখি

গোল্ডেন টড- বিজ্ঞানিরা এখনও নিশ্চিত নন, ব্যাঙের এই প্রজাতির অস্তিত্ব পৃথিবীতে আর আছে কিনা।

4/10

animal 7

পৃথিবী থেকে লুপ্ত হয়ে গিয়েছে যে সমস্ত পশু-পাখি

প্যাসেঞ্জার পিজিয়ন- ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে উড়তে পারত উত্তর আমেরিকার এই পায়রা। কিন্তু ১৯১৪ সালেই পায়রার এই প্রজাতি লুপ্ত হয়ে যায়।

5/10

animal 6

পৃথিবী থেকে লুপ্ত হয়ে গিয়েছে যে সমস্ত পশু-পাখি

পিন্টা আইসোল্যান্ড টরটয়েজ- ২০১২ সালে লুপ্ত হয়ে যায় কচ্ছপের এই প্রজাতি।

6/10

animal 5

পৃথিবী থেকে লুপ্ত হয়ে গিয়েছে যে সমস্ত পশু-পাখি

ওয়েস্ট আফ্রিকান ব্ল্যাক রাইনোসরাস- ২০০৬ সালেই পৃথিবী থেকে লুপ্ত হয়ে যায় কালো গন্ডারের এই প্রজাতি।

7/10

animal 4

পৃথিবী থেকে লুপ্ত হয়ে গিয়েছে যে সমস্ত পশু-পাখি

জাভান টাইগার- বাঘের এই প্রজাতি ১৯৭০ সালেই পৃথিবী থেকে লুপ্ত হয়ে যায়।

8/10

animal 3

পৃথিবী থেকে লুপ্ত হয়ে গিয়েছে যে সমস্ত পশু-পাখি

পাইরেনিয়ান আইবেক্স- ২০০০ সালে মৃত্যু হয় শেষ পাইরেনিয়ান আইবেক্সে। ১৯৯৯ সালে বিজ্ঞানিরা এই প্রজাতির DNA সংগ্রহ করে ছাগলের DNA-র সঙ্গে মিলিয়ে নতুন প্রাণির জন্ম দিলেও সেই শিশু জন্মের সঙ্গে সঙ্গেই মারা যায়।

9/10

animal 2

পৃথিবী থেকে লুপ্ত হয়ে গিয়েছে যে সমস্ত পশু-পাখি

জেঞ্জিবার লেপার্ড- ১৯৯৬ সালে শেষ বার দেখা গিয়েছিল জেঞ্জিবার লেপার্ডকে। বিজ্ঞানিরা এখনও নিশ্চিত নন এই প্রজাতির প্রাণী আর জীবিত আছে কিনা।

10/10

animal 1

পৃথিবী থেকে লুপ্ত হয়ে গিয়েছে যে সমস্ত পশু-পাখি

সাদা গন্ডার- গত ১৯ মার্চ শেষ পুরুষ সাদা গন্ডার সুদানের মৃত্যুর সঙ্গে সঙ্গে বিলুপ্তির পথে একধাপ এগোল নর্দান হোয়াইট রাইনো।