আজ সন্ধে সাতটায় সাংবাদিক বৈঠক, এমএস ধোনির অবসরের জল্পনা তুঙ্গে

Sep 12, 2019, 15:55 PM IST
1/5

আজই অবসর নেবেন ধোনি!

আজই অবসর নেবেন ধোনি!

আজ সন্ধ্যে সাতটায় সাংবাদিক বৈঠক ডেকেছেন এমএস ধোনি। তা হলে আজই কি অবসর ঘোষণা করবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক?

2/5

আজই অবসর নেবেন ধোনি!

আজই অবসর নেবেন ধোনি!

ধোনির অবসরের জল্পনা চলছে গত কয়েক মাস ধরে। বিশ্বকাপের পরই তিনি অবসর নেবেন বলে ধারণা করেছিলেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। কিন্তু ধোনি বিশ্বকাপ শেষ হওয়ার পর অবসর নেননি। 

3/5

আজই অবসর নেবেন ধোনি!

আজই অবসর নেবেন ধোনি!

সেনার ডিউটিতে যোগ দেবেন বলে বিসিসিআই-এর কাছে দুই মাসের ছুটির আবেদন করেছিলেন ধোনি। যার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরেও তাঁকে দেখা যায়নি। 

4/5

আজই অবসর নেবেন ধোনি!

আজই অবসর নেবেন ধোনি!

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজের জন্য তাঁকে ছাড়াই দল ঘোষণা করেছেন নির্বাচকরা। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আজ ধোনি অবসর ঘোষণা করলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না। 

5/5

আজই অবসর নেবেন ধোনি!

আজই অবসর নেবেন ধোনি!

ধোনির সাংবাদিক বৈঠক ডাকার খবর প্রকাশ হতেই সমর্থকরা অবসর জল্পনা উস্কে দিয়েছেন। ধোনি ভক্তদের আশঙ্কা, আজই হয়তো তাঁদের প্রিয় তারকা ব্যাট, প্যাড তুলে রাখার ঘোষণা করে দেবেন। ক্রিকেট থেকে অবসর নিলে ধোনিকে দেখা যেতে পারে রাজনীতির উঠোনে। এমন খবরও হাওয়ায় ভাসছে।