কেউ 'থালা' বলে ডাকলে খুশি হন এমএস ধোনি, কেন জানেন?

Mar 05, 2020, 15:03 PM IST
1/5

থালা নামটা উপভোগ করেন ধোনি

থালা নামটা উপভোগ করেন ধোনি

থালা বলে কেউ তাঁকে ডাকলে তিনি খুশি হন। আইপিএল এলেই যেন তাঁর ধোনি নামটা কোথায় হারিয়ে যায়! তখন তিনি থালা নামেই বেশি পরিচিত হন। 

2/5

থালা নামটা উপভোগ করেন ধোনি

থালা নামটা উপভোগ করেন ধোনি

আইপিএল শুরু হতে আর কয়েকটা দিন বাকি। ধোনি ইতিমধ্যে চেন্নাইয়ের হয়ে ট্রেনিং শুরু করেছেন। আর এখন থালা নামটা প্রায়ই শুনতে পাচ্ছেন ধোনি। 

3/5

থালা নামটা উপভোগ করেন ধোনি

থালা নামটা উপভোগ করেন ধোনি

চেন্নাইয়ের সমর্থকদের কাছে ধোনি থালা নামেই পরিচিত। থালা মানে বড় ভাই। অর্থাত, ধোনিকে তাঁরা বড় ভাইয়ের মতোই ভালবাসেন ও শ্রদ্ধা করেন। আর চেন্নাই সমর্থকদের সঙ্গে এই ভালবাসার সম্পর্ক নিয়ে ধোনি গর্ব করেন। 

4/5

থালা নামটা উপভোগ করেন ধোনি

থালা নামটা উপভোগ করেন ধোনি

ধোনি বলেন, ''এখানে সবাই আমাকে থালা বলে ডাকে। আইপিএল এলে আমার আসল নামটা হারিয়ে যায়। তবে আমি থালা নামটা শুনতে ভালবাসি। ওদের ভালবাসা ও শ্রদ্ধা আমি উপভোগ করি।''

5/5

থালা নামটা উপভোগ করেন ধোনি

থালা নামটা উপভোগ করেন ধোনি

চারপাশে এখন তাঁর অবসর নিয়ে জল্পনা চলছে। তবে সেসবের মাঝেই ধোনি আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করেছেন। আপাতত ট্রেনিং শেষ করে কিছুদিন বিশ্রাম নেবেন তিনি। তার পর যোগ দেবেন প্রস্তুতি শিবিরে।