Snowfall In India: স্নোফল দেখতে চান? হাতের কাছের এই সব জায়গায় না গেলে কিন্তু সারাজীবন আপশোস করতে হবে...

Must Visit Destinations To Witness Snowfall In India: এখানেই আছে ঠিক সেই জায়গাগুলিরই খোঁজ যেগুলির জন্য এতদিন আপনি হন্যে হয়ে ছিলেন, কিন্তু আজ পর্যন্ত খোঁজ পাননি।

| Dec 10, 2024, 16:51 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বরফপাতে শীতল ও সুন্দর হয়ে আছে দেশের বেশ কিছু স্পট। শীতের ভয় যাঁদের নেই, তাঁরা এ সময়ে অবশ্যই যেতে পারেন বরফ উপভোগে। যেতে পারেন অসংখ্য জায়গায়। কিন্তু যদি বেস্ট কোনও স্পটের তালিকা চান, তবে এই লেখাটি আপনাকে পড়তেই হবে। কেননা, এখানেই আছে ঠিক সেই জায়গাগুলিরই খোঁজ, যেগুলির জন্য এতদিন আপনি হন্যে হয়ে ছিলেন, কিন্তু খোঁজ পাননি।

1/6

গুলমার্গ

গুলমার্গ! বরফ দেখার অনন্য স্পট। ফুলের রাজ্য গুলমার্গ এই শীতে পরিণত হয় বরফের স্বর্গে।

2/6

সিমলা-মানালি

হিমাচলের মানালির তুষারঢাকা পাইনবন, বরফজমাট জলপ্রপাত এ সময়ে একটা দেখার মতো বিষয় হয়ে দাঁড়ায়। এছাড়াও আইকনিক উইন্টার ডেস্টিনেশনের মধ্যে পড়ে হিমাচলেরই সিমলা ও কুফরি।

3/6

আউলি

আউলিতে বিপুল বরফ পড়ে। আউলিতে একটা সুন্দর ঢাল আছে। বরফ পড়ার পরে সেখানে অনেকে স্কি-ও করেন। এছাড়াও এখানে রয়েছে কেবল-কার-রাইডের সুযোগ।

4/6

লেহ্-লাদাখ

লেহ্-লাদাখের শীত অপূর্ব দৃশ্য নিয়ে দাঁড়িয়ে থাকে। জমে যাওয়া সরোবর, বরফমোড়া পাহাড়শীর্ষে এই অঞ্চলটি এ সময়ে একটা দেখবার ও উপভোগের বস্তু হয়ে পড়ে।

5/6

নৈনিতাল

কনকনে ঠান্ডা হাওয়া, পাহাড়ের মাথায় বরফের ছোঁয়া। একটা স্বপ্নের ডেস্টিনেশন যেন নৈনিতাল। 

6/6

তাওয়াং

তাওয়াংকে লুকনো রত্ন বলা হয়। শীতে এর বরফমোড়া বিস্তীর্ণ উপত্যকা, প্রাচীন মনাস্ট্রি আর জমাট লেক এক স্নিগ্ধ ও শান্ত রূপের বিভা নিয়ে জেগে থাকে ভারতের উত্তর-পূর্বে। নির্জন সুন্দর অরুণাচল শীতের অবশ্য গন্তব্য।