Durga Puja 2024 : এবার কলকাতার এই পুজো প্যান্ডেলগুলি না দেখলেই নয়..

Durga Puja 2024 : দুর্গাপুজো হল বাঙালির প্রিয় উৎসব। বাঙালি সারাবছর অপেক্ষা করে থাকে এই পুজোর জন্য়। এই সময় শহর সেজে ওঠে উৎসবের মেজাজে। প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমান সকলে।

| Oct 07, 2024, 14:51 PM IST
1/6

আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব

Ahiritola Sarbojanin Durgotsab

আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব উত্তর কলকাতার প্রায় ১০০ বছরের পুরোনো পুজো। বাগবাজার লঞ্চ ঘাটের কাছের এই প্যান্ডেলটি এর ঐতিহ্য এবং সাবেকিয়ানার জন্য় বিখ্য়াত। 

2/6

দমদম পার্ক তরুণ সংঘ

Dum Dum Park Tarun Sangha

দমদম পার্ক তরুণ সংঘ দুর্গোৎসব রঙিন থিম এবং এর শৈল্পিক অভিব্যক্তির জন্য় বিখ্য়াত। প্রতি বছর এখানকার থিমে থাকে অভিনবত্বের ছোঁয়া।

3/6

সিকদার বাগান সাধারণ দুর্গোৎসব

Sikdar Bagan Sadharan Durga Puja

কলকাতার সবথেকে বড়ো দুর্গাপুজোগুলির মধ্য়ে অন্য়তম পুজো হল সিকদার বাগান সাধারণ দুর্গোৎসব। ১৯১৩ সাল থেকে এই পুজো হয়ে আসছে, বলা হয় যে এটি শহরের সবচেয়ে প্রাচীন পুজো।   

4/6

সুরুচি সংঘ

suruchi sangha

সুরুচি সংঘ এর রঙিন থিম এবং জাকজমকপূর্ন প্যান্ডেলের জন্য় বিখ্য়াত।  ২০০৩ সালে সুরুচি সংঘকে সেরা-সজ্জিত প্যান্ডেল হিসাবে ঘোষণা করা হয়। 

5/6

লেক টাউন আদিবাসী বৃন্দা

Lake Town Adhibasi Brinda

লেক টাউন আদিবাসী বৃন্দা এর সামাজিকভাবে প্রাসঙ্গিক থিমগুলির জন্য অন্য় পুজো প্যান্ডেলগুলি থেকে আলাদা। এটি সাধারণত গ্রামীণ জীবন, তীর্থযাত্রা এবং বর্তমান ঘটনাগুলিকে থিমের মধ্য়ে দিয়ে ফুটিয়ে তোলে।

6/6

নলিন সরকার স্ট্রিট দুর্গোৎসব

Nalin Sarkar Street Durga Pandal

নলিন সরকার স্ট্রিট দুর্গোৎসব কলকাতার একটি ঐতিহ্যবাহী দুর্গোৎসব। এখানকার থিম মানুষকে ভাবুক করে তোলে। এখানকার অভিনব থিম এবং শিল্পভাবনার অপরূপ চমকের জন্য় এই প্যান্ডেল বিখ্য়াত।