কৃষক বিক্ষোভে অবরুদ্ধ দিল্লি ঢোকার ৫ রাস্তা, অমিত শাহর বাড়িতে জরুরি বৈঠকে তোমর-গোয়েল

Dec 02, 2020, 12:35 PM IST
1/6

হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে রাজধানী ঢোকার একাধিক রাস্তা আটকে বসে রয়েছে নয়া কৃষি আইন বিরোধী কৃষকরা। বিপুল সংখ্যায় পুলিস, ব্যারিকেড, জলকামান নিয়ে গিয়ে দিল্লি ঢুকতে অনড় কৃষকদের আটকে রেখেছে পুলিস। 

2/6

এর মধ্যেই কৃষক আন্দোলন নিয়ে অমিত শাহের সঙ্গে আলোচনায় বসলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এনিয়ে বৃহস্পতিবার ফের আলোচনা হবে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে।

3/6

মঙ্গলবার কেন্দ্রের সঙ্গে ৩৫ কৃষক নেতার টানা ৩ ঘণ্টার বৈঠকে কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। একটি কমিটি গঠন করে পুরো বিষয়টি পর্যালোচনা করার প্রস্তাব দিয়েছিল কেন্দ্র। তা পত্রপাঠ নাকচ করে দেন কৃষক নেতারা।

4/6

বৈঠক থেকে বেরিয়ে কৃষক নেতারা বলেন, হয় শান্তিপূর্ণ কোনও সমাধান, নয়তো বুলেট নিয়েই তাঁর ঘরে ফিরবেন। আন্দোলন চলবে।

5/6

বুধবার দিল্লির ঢোকার একাধিক পয়েন্ট অবরোধ করেছেন আন্দোলনকারী কৃষকরা। দিল্লি ঢোকার মুখে চিল্লা সীমান্তে দুদিক থেকে একাধিক স্তরে ব্যারিকেড খাড়া করেছে পুলিস।  

6/6

গুরুগ্রাম ও ঝাঁঝর-বাহাদুরগড় সীমান্তেও বিপুল পুলিস মোতায়েন করে কৃষকদের ঠেকানোর ব্যবস্থা করেছে দিল্লি পুলিস। সবে মিলিয়ে সিঙ্ঘু ও তিকরি-সহ মোট ৫ পয়েন্ট আটকে রেখেছেন কৃষকরা।