1/7
photos
TRENDING NOW
3/7
কোম্পানি প্রত্যেক সপ্তাহে তৈরি করছে ৭ লাখ self-testing kit। কোম্পানি মনে করছে, মানুষ যদি বাড়িতেই জেনে যান সে করোনা আক্রান্ত কিনা, তাহলে সে সুরক্ষাবিধি পালন করে চলবেন বলে আশা করা যায়। এতে সংক্রমণ কমবে। কারও শরীরে উপসর্গ না থাকলে, সেও পরীক্ষা করে জানতে পারবেন, আদতে তাঁর শরীরে করোনা বাসা বেঁধেছে কিনা! বাড়িতে বসেই চিন্তা মুক্ত হওয়া যাবে।
4/7
6/7
7/7
পরীক্ষা করার আগে হাত ও কিট ভাল করে পরিষ্কার রাখুন। কিটে থাকা বাডস নিয়ে নিজের নাকে বা গলার ভিতরে ২ থেকে ৪ সেন্টিমিটার ঢুকিয়ে সোয়াব নিন। এরপর কিটের সঙ্গে থাকে Extraction Tube-র মধ্যে থাকা তরল পদার্থটার সঙ্গে মিশিয়ে দিন। শক্ত করে টিউবটি বন্ধ করে দিন। এরপর দু-ড্রপ টেস্টিং কার্ডের ওপর ফেলুন। ১৫ মিনিটের মধ্যে যদি দাগ 'c' তে থাকে তাহলে আপনি নেগেটিভ।
photos