ভালবাসা রয়ে গেল, বাসা ছাড়লেন নবনীতা, শেষ শ্রদ্ধা জানাতে হাজির বিশিষ্টরা

Nov 08, 2019, 13:41 PM IST
1/16

2/16

দীর্ঘদিনধরে ক্যানসারে ভুগছিলেন, বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাহিত্যিক নবনীতা দেবসেন। 

3/16

সাহিত্যিক নবনীতা দেবসেনের মৃত্যুর খবর পেয়ে রাত থেকে তাঁর বাড়িতে আসতে শুরু করেন গুণমুগ্ধরা।

4/16

শুক্রবার সকালে নবনীতা দেবসেনের কলকাতার বাড়ি 'ভাল-বাসা'র সামনে উপচে পড়ে ভিড়। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। 

5/16

নিজের বাড়ি ভাল-বাসা ছেড়ে চলে গেলেন নবনীতা, তবে তাঁর প্রতি মানুষের ভালোবাসা রয়েই গেল। 

6/16

১৯৭৫ থেকে ২০০২ সাল পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের অধ্যাপনা করেছেন, নবনীতা দেবসেনের দেহ নিয়ে যাওয়া হয় যাদবপুরেও, সেখানেও তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সামিল হন বহু মানুষ। 

7/16

প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে গান গেয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় লেখিকাকে।

8/16

মা নবনীতাকে শেষবার দেখতে হাজির বড়মেয়ে অন্তরা সেন।

9/16

মা নবনীতাকে শেষবার দেখতে হাজির মেয়ে নন্দনা সেন।

10/16

নবনীতা দেব সেনকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী। 

11/16

নবনীতা দেব সেনকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির রাজ্যপাল জগদীপ ধনখড়। 

12/16

নবনীতাকে শেষবার দেখতে হাজির কবি শঙ্খ ঘোষ। 

13/16

তাঁর প্রতি মানুষের ভালবাসা রয়ে গেল, তবে ভাল-বাসা ছাড়লেন নবনীতা দেব সেন। 

14/16

নবনীতা দেব সেনকে শেষবার দেখতে শুক্রবার তাঁর ভাল-বাসা সামনে উপচে পড়ে অগণিত গুণমুগ্ধ ভিড়।

15/16

নবনীতাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির শঙ্খ ঘোষ।

16/16

নবনীতাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির সুব্রত মুখোপাধ্যায়।