নিজস্ব প্রতিবেদন : বামেদের নবান্ন অভিযানের শুরুতেই ধুন্ধুমার। আচমকাই পতাকা নিয়ে নবান্নে ঢোকার চেষ্টা করেন ডিওয়াইএফওয়াই কর্মীরা। তা ঘিরে উত্তেজনা ছড়াল।
2/5
পাঁশকুড়া পূর্বের বিধায়ক ইব্রাহিম আলির নেতৃত্বে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর হাতে রিলিজ অর্ডার ধরাতে যান তাঁরা। বাধা দেয় পুলিস। পুলিসের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়।
photos
TRENDING NOW
3/5
এরপরই বিক্ষোভকারীদের আটক করে পুলিস। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে নবান্ন চত্বরে। মোট ৯ জনকে আটক করা হয়েছে। বিধায়ক ইব্রাহিম আলিকেও আটক করা হয়েছে।
4/5
প্রসঙ্গত, বামেদের নবান্ন অভিযানে আজ কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হওয়ার কথা। সেখানেই আচমকাই নবান্নে পৌঁছে যান DYFI কর্মীরা। এদিকে অভিযান রুখতে পুলিসের তরফে হাওড়া ব্রিজের ৬টি জায়গায় ব্য়ারিকেড করা হয়েছে। ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি।
5/5
এদিকে অন ক্যামেরা বাম যুব কর্মীরা হুঁশিয়ারি দিচ্ছেন, 'আসল সময়ে খেলা হবে।' তাঁদের চাঁছাছোলা প্রশ্ন, 'মমতা বন্দ্যোপাধ্য়ায় কি ১১ জনের টিম বানাতে পারবেন?'। কটাক্ষ করেন, 'উনি এবার রেড কার্ড দেখবেন।'