কাশ্মীর-নাগরিকপঞ্জি-অযোধ্যা, স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে এখন ৩ চ্যালেঞ্জের সামনে অমিত শাহ

Jun 01, 2019, 06:39 AM IST
1/5

S 5

S 5

রাজনাথ সিংকে সরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে এখন অমিত অনিলচন্দ্র শাহ। লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের এই কারিগর সন্ত্রাসের বিরুদ্ধ অত্যান্ত কড়া বলে মনে করা হয়। অনুপ্রবেশকারীদের নিয়েও তিনি অনমনীয়।

2/5

S 4

S 4

এহেন অমিত শাহের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ কাশ্মীর, নাগরিক পঞ্জি ও অযোধ্যা।

3/5

S 3

S 3

কাশ্মীরে প্রধাণত তিনটি ইস্যু। এগুলি হল সন্ত্রাসবাদ, ৩৭০ ধারা ও ৩৫এ ধারা বিরোপের দাবি। ৩৭০ ধারা বিলোপ বিজেপির বহুদিনের দাবি।

4/5

S 2

S 2

কাশ্মীরের পাশাপাশি অযোধ্যায় রাম মন্দির তৈরি ও অসমে নাগরিকপঞ্জি লাগু করাও অমিত শাহের সামনে চ্যালেঞ্জ।

5/5

s 1

s 1

দলের জন্য একের পর এক সাফল্যে এনেছেন অমিত শাহ। ২০১৪ সালে উত্তরপ্রদেশের দায়িত্বে ছিলেন অমিত। এনডিএ রাজ্যে ৮০ লোকসভা আসনের মধ্যে জিতেছিল ৭৩ আসনে। এবার তাঁর পরিকল্পনাতেই পশ্চিমবঙ্গে ১৮ আসন ঘরে তুলেছে বিজেপি। এবার আরও বড়সড় লড়াইয়ের সামনে অমিত শাহ।