কী ব্যাপার CAA নিয়ে বাংলাতেই এত কাণ্ড কেন? দিলীপদের কাছে জানতে চাইলেন মোদী

Jan 11, 2020, 23:42 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: রাজভবনে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করল বিজেপির প্রতিনিধি দল। বিজেপি নেতাদের দেখে প্রধানমন্ত্রী জানতে চাইলেন, কী ব্যাপার পশ্চিমবঙ্গে এত আন্দোলন কেন? জবাবে বিরোধীদের উপরেই দায় ঠেললেন দিলীপ ঘোষরা।   

2/6

রাজভবনে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে বিজেপি নেতৃত্ব। প্রতিনিধি দলে ছিলেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, সায়ন্তন বসু, কৈলাস বিজয়বর্গীয়, শমীক ভট্টাচার্য ও শিবপ্রকাশ।   

3/6

রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় একাধিক জায়গায় হিংসার ঘটেছে। এদিনও প্রধানমন্ত্রীর বাংলা সফরের বিরোধিতায় শহরে উঠেছে প্রতিবাদের ঝড়। বাংলাতেই কেন এত অশান্তি? বিজেপি নেতাদের কাছে জানতে চান মোদী। 

4/6

বিজেপি নেতারা প্রধানমন্ত্রীকে জানান, বামদের আন্দোলন নকশালরা ঢুকে পড়েছে। তাই এত গন্ডগোল। তাদের উত্সাহ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।  

5/6

বিজেপি নেতারা অভিযোগ করেন, বাংলাদেশের অনুপ্রবেশকারী ও মুসলিমদের নিয়ে রাজ্যে আন্দোলন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থন করছেন।

6/6

এর পাশাপাশি সিএএ-র সমর্থনে বিজেপির সভা ও মিছিলে কত লোক হয়েছে ,তার ছবির কোলাজও দেখানো হয় প্রধানমন্ত্রীকে।