বেকার ও কম মাইনের চাকরির যুবক-যুবতীদের জন্য নব বর্ষে মোদীর 'বড়' উপহার

Dec 24, 2018, 23:25 PM IST
1/7

চাকরি করছেন, অথচ বেতন অত্যন্ত কম। অথবা বেকার বসে রয়েছেন? কিংবা কোনও প্রশিক্ষণ নেওয়ার আর্থিক সামর্থ্য নেই? তাহলে আপনাদের জন্য সুখবর দিতে চলেছে মোদী সরকার। 

2/7

নতুন বছরে ১ জানুয়ারি দেশবাসীকে 'বরুণ মিত্র' প্রকল্প উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

3/7

বরুণ মিত্র প্রকল্পে সম্পূর্ণ নিখরচায় তিন সপ্তাহের জন্য প্রশিক্ষণ নিতে পারবেন যুবক-যুবতীরা। 

4/7

এই প্রকল্পে অপ্রচলিত শক্তি, সৌরশক্তির গ্রিড ও অন্যান্য যন্ত্রাংশের ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া ওয়াটার পাম্পিং স্টেশনের প্রশিক্ষণও পাবেন যুবক-যুবতীরা। 

5/7

বলে রাখি, আবেদন করা যাবে ১ থেকে ১৯ জানুয়ারির মধ্যে। মোট ১২০ ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হবে।

6/7

শুধু খাতায়কলমে নয়, সাইটে নিয়ে গিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।   

7/7

এই প্রশিক্ষণের ফলে সুবিধা হবে ইলেকট্রনিক ও মেকানিকাল ডিপ্লোমাধারীদের। প্রশিক্ষণ শেষে তাঁরা পাবেন শংসাপত্র। ভারতে অপ্রচলিত ও সৌরশক্তির যন্ত্রাংশের প্রশিক্ষণ খুব কম লোকেরই রয়েছে। ফলে চাকরির সুযোগ থাকছে।