Center of the Galaxy: মিল্কি ওয়ের শব্দ শুনতে চান? 'ডেটা' অনূদিত হচ্ছে 'সাউন্ডে'

যদি এমন হত যে, আমরা মিল্কি ওয়ের কেন্দ্রে যেতে পারতাম? না, সেটা হয়তো একটু বাড়াবাড়ি রকমের ভাবনা হয়ে গেল। তবে মিল্কি ওয়ের কেন্দ্র সম্বন্ধে ওয়াকিবহাল হওয়ার একটা সুযোগ এসেছে।

| Apr 02, 2022, 17:14 PM IST

যদি এমন হত যে, আমরা মিল্কি ওয়ের কেন্দ্রে যেতে পারতাম? না, সেটা হয়তো একটু বাড়াবাড়ি রকমের ভাবনা হয়ে গেল। তবে মিল্কি ওয়ের কেন্দ্র সম্বন্ধে ওয়াকিবহাল হওয়ার একটা সুযোগ এসেছে।  

1/6

মিল্কি ওয়ের কেন্দ্র

যদি এমন হত যে, আমরা মিল্কি ওয়ের কেন্দ্রে যেতে পারতাম? না, সেটা হয়তো একটু বাড়াবাড়ি রকমের ভাবনা হয়ে গেল। তবে মিল্কি ওয়ের কেন্দ্র সম্বন্ধে ওয়াকিবহাল হওয়ার একটা সুযোগ এসেছে।   

2/6

সোনিফিকেশন: দ্য সেন্টার অফ আওয়ার গ্যালাক্সি'।

কী ভাবে? সম্প্রতি নাসা একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছে-- 'সোনিফিকেশন: দ্য সেন্টার অফ আওয়ার গ্যালাক্সি'। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে, মিল্কি ওয়ের বিভিন্ন রিজিয়নের বিভিন্ন রকম শব্দসমন্বিত ছবি। 

3/6

মহাজাগতিক শব্দ

ছবি নয়, এক্ষেত্রে শব্দটাই জরুরি। কেননা, মিল্কি ওয়ের কেন্দ্রের মহাজাগতিক শব্দ শুনতে পাওয়াটা একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা।    

4/6

ডেটাকে শব্দে রূপান্তরিত করা

কী করে ঘটছে ব্যাপারটা? জটিল। তবে সহজ করে বললে ডাটাকে শব্দে রূপান্তরিত করা।   

5/6

অনুবাদ

বিজ্ঞানীরা বলছেন-- এটা আসলে একরকম অনুবাদ। তথ্যকে শব্দে অনুবাদ।  

6/6

বাঁদিক থেকে শুরু হয়ে ডানদিক পর্যন্ত যাচ্ছে

তাঁরা আরও বলছেন, এই অনুবাদের কাজটা ছবির বাঁদিক থেকে শুরু হয়ে ডানদিক পর্যন্ত যাচ্ছে। এবং যে স্থানের শব্দ শ্রোতা শুনবেন সেই জায়গাটাও তিনি দেখতে পাবেন, বুঝতে পারবেন তার উজ্জ্বলতাও!