তামিলনাডুর হতদরিদ্র পরিবার থেকে ব্রিসবেনে ঐতিহাসিক টেস্ট জয়ের শরিক Natarajan

Jan 20, 2021, 15:18 PM IST
1/12

থাঙ্গারসু নটরাজন। তামিলনাডুর চিন্নাপামপাত্তি গ্রামের এঁদো গলি থেকে ব্রিসবেনে টেস্ট অভিষেক। ভারতের ঐতিহাসিক টেস্ট জয়ের শরিক তিনি।  

2/12

দিন আনা দিন খাওয়া পরিবার থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন নটরাজন। স্বপ্ন দেখেছিলেন দেশের জার্সি গায়ে দিয়ে সাফল্যের ছোঁয়া পেতে। অভিষেকেই পেলেন সেই সাফল্য।

3/12

 বাবা ছিলেন দিন মজুর। মা রাস্তায় মুরগী বেচতেন। পাঁচ-ভাই বোনের সংসারে থেকেও ক্রিকেট খেলার স্বপ্ন দেখতেন টি নটরাজন।

4/12

জার্সি নেই, জুতো নেই। তবুও তাঁর বোলিং তাক লাগিয়ে দিয়েছিল স্থানীয় ক্লাবগুলিকে। গ্রামের রাস্তায় টেনিস বলে ইয়র্কার প্র্যাকটিস করতেন নটরাজন।

5/12

দারিদ্র্যকে সঙ্গী করেই কঠোর পরিশ্রমের পুরস্কার পান ২০১৪ সালে। তামিলনাডুর হয়ে খেলার সুযোগ পেয়ে যান তিনি। তাঁকে ক্রিকেটার হিসেবে তৈরি করেন তুলেছিলেন জয়প্রকাশ নাট্টু।

6/12

এরপর বদলাতে থাকে নটরাজনের জীবন। আইপিএল-এর সৌজন্যে জীবনে আসে স্বচ্ছ্বলতা। চোটের কারণে প্রথম বছর কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে নিজের সেরাটা দিতে পারেননি।

7/12

২০২০ সালের আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সেরাটা তুলে ধরেন ভারতীয় ক্রিকেটের ইয়র্কার সেনসেশন।

8/12

আইপিএলে সাফল্য। জাতীয় দলে সুযোগ পেয়ে যান। দুবাই থেকেই অস্ট্রেলিয়ার উড়ান ধরেন নটরাজন। বাকিটা ইতিহাস।    

9/12

জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকেই নজরকাড়া পারফরম্যান্স তামিলনাডুর ২৯ বছর বয়সী পেসার টি নটরাজনের। অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক হয়েছে নটরাজনের। সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের জার্সিতে চার ম্যাচে নেন ৮টি উইকেট।  

10/12

এরপর নেট বোলার হিসেবে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় থেকে যান নটরাজন। কিন্তু একের পর এক চোট। টেস্ট দলে সুযোগ পেয়ে যান তিনি। গাব্বায় টেস্ট অভিষেক হয় টি নটরাজনের।  

11/12

টেস্ট অভিষেকে নটরাজন প্রথম ইনিংসে ২৪.২ ওভারে ৭৮ রান দিয়ে নেন তিনটি উইকেট। ব্যাট হাতে এক রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য উইকেট পাননি তিনি।    

12/12

 

 

ব্রিসবেনে ঐতিহাসিক টেস্ট জয়ের শরিক টি নটরাজন। গলি থেকে রাজপথে। সাফল্যের সরণীতে। অস্ট্রেলিয়া সফর শেষে তাই আবেগঘন  টুইট করেন তিনি।