৮০০ কোটির সম্পত্তি, 'Tandav' বিতর্কের মাঝে নজরে সইফের পতৌদি প্যালেস

Jan 20, 2021, 14:48 PM IST
1/12

আমাজন প্রাইমের নয়া ওয়েব সিরিজ তাণ্ডব নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে। তাণ্ডবের কয়েকটি দৃশ্যের মাধ্যমে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। এমনই অভিযোগে জোরদার শোরগোল শুরু হয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ-সহ ভারতের বিভিন্ন রাজ্যে। এমনকী, তাণ্ডবের পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআরও। এসবের মাঝেই নজর কাড়ছে পতৌদি প্যালেস 

2/12

জানা যায়, তাণ্ডবের বেশ কয়েকটি দৃশ্যের শ্যুটিং করা হয়েছে সইফ আলি খানের পতৌদি প্যালেসে। ওই ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশ্যে আসতেই পতৌদি প্যালেসের বেশ কয়েক ঝলক সামনে আসে 

3/12

পতৌদি প্যালসকে রেস্তোরাঁ এবং হোটেল ব্যবসা থেকে মুক্ত করার পর এই প্রথম রাজপ্রাসাদে নিজের কোনও কাজের শ্যুটিং করলেন বলিউডের ছোটে নবাব 

4/12

তাণ্ডবের টিজার যখন প্রকাশ্যে আসে, ওই সময় পতৌদি প্য়ালেস থেকে হাত নাড়াতে দেখা যায় সইফকে। ওই ছবি দেখার পর থেকেই পতৌদি প্যালেস নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ বাড়তে শুরু করে 

5/12

প্রায় ১০ একর জমিতে তৈরি পতৌদি প্যালেসে রয়েছে ১৫০টি ঘর 

6/12

হরিয়ানায় রয়েছে সইফদের রাজকীয় বাসস্থান পতৌদি প্যালেস। ১৫০টি ঘরের সঙ্গে রয়েছে ৭টি ড্রেসিং রুম, ৭টি বেডরুম, ৭টি বিলিয়ার্ড রুম

7/12

এসবের পাশাপাশি পতৌদি প্যালেসে বিভিন্ন ধরনের কাজের জন্য একাধিক ঘর রয়েছে 

8/12

পতৌদি প্যালেসকে পুরনো ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার পর সম্প্রতি সেখান যান সইফিনা। করিনা দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পর সেখানে বেশ কয়েকদিন কাটিয়ে তবেই তাঁরা ফেরেন মুম্বইতে 

9/12

তাণ্ডবের টিজার মুক্তি পাওয়ার পর সেখানে সইফের একের পর এক দৃশ্য দেখার পর থেকেই পতৌদি প্যালেস নিয়ে মানুষের উৎসাহ আরও বাড়তে শুরু করে 

10/12

সইফদের রাজকীয় বাসভবনে প্রায়শই তাঁদের ছুটি কাটাতে যেতে দেখা যায়। পতৌদি প্যালেসের ভিতরে ব্যক্তিগত লনের পাশাপাশি তৈমুরের জন্য খেলার বিভিন্ন জায়গাও তৈরি করা হয়েছে নতুন করে 

11/12

জানা যাচ্ছে, এই মুহূর্তে পতৌদি প্যালেসের দাম প্রায় ৮০০ কোটি

12/12

তবে পতৌদি প্যালেসের সত্ত্ব ছেড়ে দেওয়া নয়, রাজপ্রাসাদকে রক্ষণাবেক্ষণ করে আবার নতুন করে সাজিয়ে তোলার চেষ্টাই শুরু করেছেন সইফ আলি খান