মুখের অবাঞ্ছিত চুলের হাত থেকে মুক্তির ঘরোয়া উপায়গুলো জেনে নিন

Mar 11, 2018, 12:55 PM IST
1/6

facial 6

মুখের অবাঞ্ছিত চুলের হাত থেকে মুক্তির ঘরোয়া উপায়গুলো জেনে নিন

ওটমিল খাওয়া যতটা উপকারী, ততটাই উপকারী ত্বকে ব্যবহার করলে। ওটমিল এবং কলা মিক্সিতে পেস্ট তৈরি করে মুখে ব্যবহার করুন। ১৫ মিনিট হালকা হাতে ম্যাসেজ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

2/6

facial 5

মুখের অবাঞ্ছিত চুলের হাত থেকে মুক্তির ঘরোয়া উপায়গুলো জেনে নিন

এককাপ মুগ ডাল সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে ভালো করে পেস্ট করে নিন। এবার আলু টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট করে তার রস বের করে নিন। ডাল বাটার সঙ্গে আলুর রস মিশিয়ে, সেই মিশ্রন মুখে লাগান।। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

3/6

facial 4

মুখের অবাঞ্ছিত চুলের হাত থেকে মুক্তির ঘরোয়া উপায়গুলো জেনে নিন

আমরা সকলেই জানি ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। সারাদিনের ক্লান্ত ত্বকে ঔজ্জ্বল্য ফিরিয়ে নিয়ে আসে ডিম। তাই একটি পাত্রে ডিমের সাদা অংশ, কনস্টার্চ এবং চিনি নিয়ে ভালো করে মেশান। যতক্ষণ না চিনি গলে যাচ্ছে। এবার মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। মাস্ক শুকিয়ে গেলে তুলে দিন। এবং ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন।  

4/6

facial 3

মুখের অবাঞ্ছিত চুলের হাত থেকে মুক্তির ঘরোয়া উপায়গুলো জেনে নিন

একটি পাত্রে চিনি, লেবুর রস এবং জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার সেই মিশ্রণটিকে হালকা গরম করুন। এরপর মুখের যে যে অংশে অবাঞ্ছিত চুল রয়েছে, সেখানে ব্যবহার করুন। ২০ মিনিট রেখে ভালো করে ম্যাসেজ করুন। তারপর ধুয়ে ফেলুন।

5/6

facial 2

মুখের অবাঞ্ছিত চুলের হাত থেকে মুক্তির ঘরোয়া উপায়গুলো জেনে নিন

ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দেয় বেসন। বেসনের পেস্ট মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিন। অবাঞ্ছিত চুলের হাত থেকে মুক্তি পাবেন।

6/6

facial 1

মুখের অবাঞ্ছিত চুলের হাত থেকে মুক্তির ঘরোয়া উপায়গুলো জেনে নিন

পাকা পেঁপে এবং হলুদের গাঢ় মিশ্রণ তৈরি করে তা মুখে লাগান। ১৫ মিনিট রেখে ভালো করে ধুয়ে নিন।