Neeraj Chopra: নীরজের বাড়িতে চলছে উৎসব! সোনার ছেলের ঘরে ফেরার অপেক্ষা শুধু

| Aug 08, 2021, 18:00 PM IST
1/7

নীরজের জন্য আনন্দের মৌতাত গ্রামে

Neeraj realtives dancing

হরিয়ানার পানিপথের ছোট্ট গ্রাম খান্দরা থেকে উঠে এসেছেন নীরজ চোপড়া। কৃষক পরিবারের ছেলে নীরজ আজ অলিম্পিক্সে দেশের হয়ে সোনার ফসল ফলিয়েছেন। এই মুহূর্তে শুধু নীরজের নিজের গ্রামই নয়, পার্শ্ববর্তী গ্রামের মানুষ ও আত্মীয়-স্বজন সকলেই হাজির নীরজের বাড়িতে। রীতিমতো উৎসবের পরিবেশ সেখানে। আগামিকাল অর্থাৎ সোমবার ভারতে আসছেন নীরজ। দিল্লি হয়ে হরিয়ানায় ফিরবেন তিনি। এখন তাঁর বাড়ির লোক তাঁর ফেরার অধীর অপেক্ষায়।

2/7

খান্দরা গ্রামে উৎসব

Khandara Village

রাশি রাশি হাসি... এটাই এখন মুড

3/7

নীরজের বাড়ির সামনে উদযাপন

Celebration in front of Neeraj house

চলছে গান-বাজনা, নাচানাচি

4/7

শিবাজি স্টেডিয়াম

Shibaji Stadium Panipat

এই সেই শিবাজি স্টেডিয়াম। এখানেই শুরু হয়েছিল নীরজের জ্যাভলিন অনুশীলন। এখানেই এখন বহু মানুষ ভিড় জমাচ্ছেন।

5/7

নীরজের বাড়ি

Neeraj Chopra house

নীরজের বাড়ির সামনে এখন মিডিয়ার ওবি ভ্যান দাঁড়িয়ে রয়েছে একের পর এক। খবরের শিরোনামে যে নীরজ।

6/7

এক নজরে নীরজের পদক সংগ্রহ

Neeraj trophy cabinet

নীরজের বাড়ির দেওয়ালে ট্রফি শো-কেস। তাঁর অর্জিত পদক সজ্জিত রয়েছে একের পর এক।

7/7

সোনার ছেলে নীরজ

Golden boy Neeraj

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। ১৩৩ কোটি ভারতবাসীর মুখে হাসি ফুটিয়েছেন নীরজ চোপড়া। গোটা দেশ আজ থেকে তাঁকে গোল্ডেন বয় বা সোনার ছেলে নামেই ডাকবে। শনিবার টোকিও অলিম্পিক্স থেকে দেশকে জ্যাভলিনে সোনা এনে দিয়েছেন নীরজ। অ্যাথলেটিক্সেও দেশকে প্রথম সোনা এনে দিয়েছেন তিনি।