অন্তঃসত্ত্বা নন Neha Kakkar? কয়েক ঘণ্টার মধ্যে উধাও গায়িকার বেবি বাম্প?

Dec 18, 2020, 20:21 PM IST
1/5

নেহা কক্করের বেবি বাম্প দেখে শুক্রবার সকাল থেকেই জোর জল্পনা শুরু হয়ে যায়। রোহনপ্রীত সিং যখন নিজের সোশ্যাল হ্যান্ডেলে নেহা কক্করের বেবি বাম্পের ছবি শেয়ার করেন, তখন থেকেই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে

2/5

ওই ছবি শেয়ারের কয়েক ঘণ্টার মধ্যে ফের নতুন ছবি শেয়ার করেন রোহনপ্রীত সিং। যেখানে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় নেহা কক্করকে। যেখানে হলুদ রঙের লেহঙ্গায় দেখা যায় নেহাকে। ওই ছবি দেখার পর নেটিজেনদের বিভিন্ন প্রশ্ন উঠে আসতে শুরু করে। অন্তঃসত্ত্বা হলে নেহার বেবি বাম্প কোথায় গেল বলে অনেকে প্রশ্ন করতে শুরু করেন

3/5

নেহা কক্করের ওই ছবি প্রাকশ্যে আসতেই জোর জল্পনা শুরু হলেও, গায়িকা বা রোহনপ্রীত কোনও মন্তব্য করেননি 

4/5

অক্টোবর মাসে রোহনপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নেহা কক্কর। নেহা, রোহনের বিয়ের পর থেকেই তাঁদের অনুরাগীরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন 

5/5

বিয়ের পর হানিমুন থেকে ফিরে নেহা ফের রিয়্যালিটি শোয়ের শ্যুটিং শুরু করেন। প্রসঙ্গত, নিজেদের নতুন অ্যালবাম 'খেয়াল রাখা কর'-এর প্রমোশনের জন্যই কি নেহা অন্তঃসত্ত্বা রূপে হাজির হয়েছেন? এমন প্রশ্নও করতে শুরু করেন অনেকে