২০০০, ৫০০ ও ২০০ টাকার ভারতীয় নোট নিষিদ্ধের সিদ্ধান্ত নেপাল সরকারের
Dec 14, 2018, 19:44 PM IST
1/5
২,০০০, ৫০০ ও ২০০ টাকার ভারতীয় নোটের ব্যবহার নিষিদ্ধ করল নেপাল। নেপালের মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ঘোষণা করেন তথ্যমন্ত্রী গোকুল বাসকোটা।
2/5
এই সিদ্ধান্তের ফলে ভারতে কর্মরত নেপালি শ্রমিক ও সে দেশে ভারতীয় পর্যটকরা সমস্যায় পড়বেন। নেপালে বহু ভারতীয় পর্যটক প্রতিবছর ঘুরতে যান।
photos
TRENDING NOW
3/5
গোকুল প্রসাদ বাসকোটাকে উদ্ধৃত করে কাঠমাণ্ডু পোস্ট প্রতিবেদনে লিখেছে, ১০০ টাকার বেশি ভারতীয় মুদ্রা না রাখতে নেপালবাসীকে অনুরোধ করেছে নেপাল সরকার।
4/5
২০২০ সালে 'ভিজিট নেপাল ইয়ার' উদযাপন করতে চলেছে সরকার। সেউ উপলক্ষে প্রচুর ভারতীয় সে দেশে পর্যটনে যাবেন বলে মনে তরছে নেপাল। আর সে কারণেই ভারতীয় নোট নিষিদ্ধের সিদ্ধান্ত।
5/5
২০১৬ সালে নোট বাতিলের সিদ্ধান্ত নেয় মোদী সরকার। তারপর বাজারে আসে নতুন ২০০০, ৫০০ ও ২০০ টাকার নোট।