Return of the Tigers: বাঘের সংখ্যা দ্বিগুণ, কিন্তু আনন্দের খবরেও উদ্বেগেই নেপাল...
কমে গিয়েছিল বাঘ, এখন আবার বাড়তে শুরু করেছে। আর তা নিয়ে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে নেপালে। গত ১০ বছরে বাঘের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে নেপালে। এটা নেপালের জীববৈচিত্রের সাপেক্ষে নিঃসন্দেহে দারুণ খবর। কারণ, দেশটিতে বাঘ প্রায় বিলুপ্তির দিকে চলে গিয়েছিল। তবে বাঘের এই সংখ্যাবৃদ্ধিতে আনন্দের পাশাপাশি উদ্বেগও বেড়েছে নেপালে। কেননা, সেখানে নিয়মিত বাঘের হামলার শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কমে গিয়েছিল বাঘ, এখন আবার বাড়তে শুরু করেছে। আর তা নিয়ে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে নেপালে। গত ১০ বছরে বাঘের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে নেপালে। এটা নেপালের জীববৈচিত্রের সাপেক্ষে নিঃসন্দেহে দারুণ খবর। কারণ, দেশটিতে বাঘ প্রায় বিলুপ্তির দিকে চলে গিয়েছিল। তবে বাঘের এই সংখ্যাবৃদ্ধিতে আনন্দের পাশাপাশি উদ্বেগও বেড়েছে নেপালে। কেননা, সেখানে নিয়মিত বাঘের হামলার শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
বাঘ রক্ষার একটি সংগঠনের নেতা আয়ুশ জং বাহাদুর রানা। তিনি খুব সুন্দর করে এই অনুভূতিটার একটা ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন, বাঘের মুখোমুখি হলে দুরকমের অনুভূতি হয়। একটি হচ্ছে, কী অসাধারণ সৃষ্টি এই জীবটি! আর অন্যটি হচ্ছে, এই বুঝি এবার আমার প্রাণ গেল!