ন্যূনতম ২৫! এরপর কত কিলোমিটারে কত টাকা? বাসে ওঠার আগে দেখে নিন বর্ধিত ভাড়ার তালিকা
May 14, 2020, 17:06 PM IST
1/10
অয়ন ঘোষালঃ সামনের সপ্তাহ থেকে রাজ্যে চালু হচ্ছে বেসরকারি বাস, মিনিবাস পরিষেবা। যাত্রী থাকবেন ২০ জন, তাই জ্বালানির খরচ তুলতে বাসমালিকরা ভাড়া বাড়িয়ে দিয়েছে একলাফে তিন গুণেরও বেশি। এবার বাসে উঠলেই ন্যূনতম ভাড়া গুনতে হবে ২৫টাকা। এরপর কী হিসাবে ভাড়া নির্ধারিত হবে, তার তালিকা প্রকাশ করা হল।
2/10
বাসে ওঠার পর থেকে চার কিলোমিটার যাত্রার ভাড়া ২৫ টাকা।
photos
TRENDING NOW
3/10
৪-১২ কিলোমিটার বাসের ভাড়া ৩০ টাকা।
4/10
১২-১৬ কিলোমিটার বাসযাত্রায় ভাড়া দিতে হবে ৩৫ টাকা।
5/10
এরপর ১৬-৩০ কিলোমিটার পর্যন্ত যাত্রা করতে হলে ভাড়া গুনতে হবে ৪০ টাকা।
6/10
মিনিবাসের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া ৩০ টাকা। ৩-৬ কিলোমিটার মিনিবাসে চড়লে ভাড়া দিতে হবে ৩০ টাকা।
7/10
৬-১০ কিলোমিটারে মিনিবাসে যাত্রার ভাড়া ৩৫ টাকা
8/10
১০-১৪ কিলোমিটারে মিনিবাসের ভাড়া ৪০ টাকা
9/10
১৪-১৯ কিলোমিটার পর্যন্ত যেতে গেলে ভাড়া গুনতে হবে ৪৫ টাকা। আর তার বেশি যেতে গেলে ৫০টাকা ভাড়া দিতে হবে।
10/10
এবার প্রশ্ন, তাহলে বাসে কি আদৌ আমজনতা যাতায়াত করবেন? মুখ্যমন্ত্রী তো স্পষ্ট বলেছেন, ""এখন বেসরকারি বাসের ক্ষেত্রে ভাড়া কী হবে? তা নিজেরা ঠিক করে নেবে। যাঁরা সেটা ব্যয় করতে পারবেন, তাঁরা-ই বাসে উঠবেন। আর যাঁরা পারবেন না, তাঁরা উঠবেন না। "