নতুন বছরে মোদীর উপহার, জিএসটি কমায় কত টাকা বাঁচছে? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা

Dec 22, 2018, 22:25 PM IST
1/17

মনিটর ও টিভি স্ক্রিনের উপরে জিএসটি ২৮ শতাংশ থেকে কমে হতে চলেছে ১৮ শতাংশ।

2/17

মনিটর ও টিভি স্ক্রিনের উপরে জিএসটি ২৮ শতাংশ থেকে কমে হতে চলেছে ১৮ শতাংশ।

3/17

গাড়ির যন্ত্রাংশ যন্ত্রাংশের উপরে জিএসটি ২৮ শতাংশ থেকে কমে হচ্ছে ১৮ শতাংশ।

4/17

সিমেন্টের উপরে জিএসটি নিয়ে কোনও পরিবর্তন হয়নি। 

5/17

ধর্মীয়যাত্রার উপরে জিএসটি ১৮ শতাংশ থেকে ১২ ও ৫ শতাংশ করা হয়েছে। 

6/17

গাড়ির টায়ারে জিএসটি হার ২৮ শতাংশ থেকে কমে রয়েছে ১৮ শতাংশ। 

7/17

জনধন অ্যাকাউন্টের বিভিন্ন পরিষেবা জিএসটি মুক্ত করা হল। 

8/17

বিশেষভাবে দক্ষ মানুষদের দরকারি জিনিসপত্র যেমন হুইলচেয়ারের উপরে জিএসটি কমে হল ৫ শতাংশ।

9/17

পাওয়ার ব্যাঙ্কে জিএসটি কমে হল ১৮ শতাংশ।   

10/17

প্যাকেটজাত সবজিতে জিএসটি এখন শূন্য শতাংশ। 

11/17

জুতোয় জিএসটি কমে হল ১২ শতাংশ। 

12/17

জুতোয় জিএসটি কমে হল ১২ শতাংশ। 

13/17

থার্ড পার্টি মোটর বিমায় জিএসটি ২৮ শতাংশ থেকে কমে হল ১৮ শতাংশ। পণ্যবাহী গাড়ির থার্ড পার্টি বিমার জিএসটি হার ১৮ শতাংশ থেকে কমে হল ১২ শতাংশ।

14/17

সংগীত বইয়ের উপরে কর ছিল ৫ শতাংশ। এখন তা শূন্য। 

15/17

ডিজিটাল ও ভিডিও ক্যামেরা রেকর্ডারের উপরে জিএসটি ২৮ থেকে কমে হল ১৮%।

16/17

ভিডিও গেম কনসোলে কমেছে জিএসটি হার।  

17/17

মার্বেলে জিএসটি কমে হল ৫ শতাংশ।