অভিনব উদ্যোগ! IFA-কে ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে চান সচিব জয়দীপ মুখার্জি
Jul 17, 2020, 15:42 PM IST
1/5
অভিনব উদ্যোগ আইএফএ-র। এবার আইএফএ-র লোগো লাগানো বলে খেলা হবে ঘরোয়া লিগের ম্যাচ। আপাতত প্রথম ডিভিসন থেকে নার্সারি ডিভিসনের ম্যাচই হবে এই বলে।
2/5
পরবর্তী সময়ে প্রিমিয়ার লিগের ম্যাচেও আইএফএ-র লোগো লাগানো ব্যবহার করার ইচ্ছা রয়েছে রাজ্য ফুটবল সংস্থার সচিব জয়দীপ মুখার্জির।
photos
TRENDING NOW
3/5
আসলে আইএফএ-কে একটা ব্র্যান্ড হিসাবে তুলে ধরতে চাইছেন তিনি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে আইএফএ-র লোগো লাগানো মাস্ক। লিগের ম্যাচে সব মাঠে আইএফএ-র লোগো লাগানো স্যানিটাইজার গেটও বসাতে চলেছে রাজ্য সংস্থা।
4/5
আইএসএলে যে বল খেলা হয়, তাতে থাকে আইএসএলের লোগো। সেই পথে হেঁটে এবার ঘরোয়া লিগের ম্যাচে দেখা যাবে আইএফএ-র লোগো লাগানো বল। ইতিমধ্যেই আইএফএ অফিসে পৌঁছেছে বিশেষ এই ম্যাচ বল।
5/5
লিগের খেলা শুরু হওয়ার আগে নতুন বলের গুণগত মান নিয়ে প্রাক্তন আর বর্তমান ফুটবলারদের নিয়ে আলোচনা সেরে নিতে চান আইএফএ সচিব জয়দীপ মুখার্জি।