Elephant Seized: নিয়ে যাওয়া হচ্ছিল গুজরাটে, জলপাইগুড়িতে আটক ৬ ট্রাক ভর্তি হাতি

Mar 22, 2022, 21:40 PM IST
1/5

খবর ছিল আগে থেকেই। জলপাইগুড়ির তিস্তা সেতুর কাছে বন দফতর ৬টি ট্রাক আটকাতেই দেখা গেল ওইসব ট্রাকে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে মোট ৭টি হাতি। ওইসব হাতি ও ট্রাকগুলি আটক করল বন দফতর।

2/5

ট্রাকচালক ও সঙ্গে থাকা লোকজনকে জেরা করে জানা গিয়েছে, অরুণাচল প্রদেশ থেকে ওইসব হাতিকে ট্রাকে চাপিয়ে অসম হয়ে নিয়ে যাওয়া হচ্ছিল গুজরাটে। গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটক করে জলপাইগুড়ি বন বিভাগের কর্মীরা।   

3/5

ওই ঘটনায় মাহুত ও গাড়ির চালক-সহ মোট ১৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পাচারের জন্য ওইসব হাতিকে নিয়ে যাওয়া হচ্ছিল কিনা তা জানতে কাগজপত্র খতিয়ে দেখা হয়।  

4/5

হাতিগুলির কানে মাইক্রো চিপ পরীক্ষা করে দেখা হবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। 

5/5

এদিকে হাতির দলের সঙ্গে থাকা প্রাণী চিকিত্সক ডা জাহান আহমেদ বনকর্মীদের জানিয়েছেন, হাতিগুলি দানের হাতি। গুজরাটের রাধেকৃষ্ণ টেম্পল এলিফ্যান্ট ট্রাস্টকে দান করা হয়েছে। দানপত্র-সহ অরুণাচল প্রদেশ থেকে গুজরাটে পৌঁছে দিতে হাতিগুলিকে নিয়ে যাচ্ছেন তাঁরা।