১৮ ঘণ্টায় ২৫ কিমি রাস্তা তৈরি, Limca Book of Records-এ নাম তুলল NHAI

Feb 28, 2021, 16:07 PM IST
1/5

বিশ্বরেকর্ড গড়ল NHAI. সোলাপুর থেকে বিজাপুর সেকশনে ২৫ কিমি রাস্তা মাত্র ১৮ ঘণ্টায় তৈরি করে ফেলল তারা। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া-র নাম উঠল Limca Book of Records-এ।  

2/5

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গডকরি এদিন টুইট করে জানান, হায়দরাবাদে ২৫ কিমি দীর্ঘ হাইওয়ে লেন ১৮ ঘণ্টারও কম সময়ে তৈরি করেছেন NHAI-এর কর্মীরা।  

3/5

চার লেনের এই হাইওয়ের একদিকে 12.77 কিমি রাস্তা প্রথমে নির্মাণ করে NHAI. ওই রুটে সিঙ্গল লেন ডাবল করা হয়েছে।

4/5

মোট ৫০০ জন কর্মচারী দিন-রাত এক করে কাজ করেছেন। ঠিকাদার সংস্থার কর্মীরাও প্রচণ্ড পরিশ্রম করেন। তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন নীতিন গডকরি।  

5/5

আগে হাইওয়ে নির্মাণের পর দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে Linear Method মেনে চলতেন কর্মীরা। ২০১৮-র পর থেকে লেন-কিলোমিটারের হিসাবে রাস্তার মাপ নেওয়া হয়। ফলে এখন হাইওয়ের ওভারঅল লেন্থ নেওয়ার পরিবর্তে প্রতি লেনের দৈর্ঘ্য মাপা হয়।