আজ থেকে কড়া নজরদারিতে জনসাধারণের জন্য খুলল নিকোপার্ক,

প্রত্যেকের জন্য মাস্ক বাধ্যতা মূলক করা হয়েছে। নিকোপার্কের ভিতরে বিভিন্ন জায়গায় রাখা থাকবে স্যানিটাইজার।

Oct 15, 2020, 13:19 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: পুজোর আগেই খুলল নিকোপার্ক। স্বাস্থ্য বিধি মেনে বৃহস্পতিবার থেকে নিকোপার্কের গেট খুলে গেল জন সাধারণের জন্য। 

2/6

থাকছে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা। নিকোপার্কের গেটের সামনে থেকেও টিকিট কাটার সুবিধা রয়েছে। তবে সেই টিকিট কাটার লাইনে বজায় রাখা হচ্ছে পারস্পারিক দুরত্ব।

3/6

টিকিট কেটে ভিতরে ঢোকার সময় মূল ফটকে হ্যান্ড স্যানিটাইজার, থার্মাল চেকিং করা হবে। 

4/6

প্রত্যেকের জন্য মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। নিকোপার্কের ভিতরে বিভিন্ন জায়গায় রাখা থাকবে স্যানিটাইজার।

5/6

রাইডে ওঠার সময় লাইনেও থাকবে দুরত্ব বজায়ের নিয়ম। 

6/6

বলা যেতেই পারে সমস্ত স্বাস্থ্য বিধি মেনে কড়া নজরদারিতে সর্বসাধারণের জন্য পুজোর আগেই খুলে গেল সবার প্রিয় নিকোপার্ক।