Kalyan Mankoti: নেই ইন্টারনেট কিংবা উন্নত ব্যবস্থা, প্রত্যন্ত গ্রামকেই স্কুল বানিয়েছেন এই শিক্ষক
স্কুল বন্ধ থাকলেও গ্রামের ৭৫ জন পড়ুয়ার বাড়ির দরজায় শিক্ষাকে পৌঁছে দিলেন ওই শিক্ষক
1/6
কে কল্যাণ মানকোটি?
2/6
করোনায় বদলে গেল জীবন...
সাধারণত নিজের গ্রাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করে ছালোনি গ্রামে একটি স্কুলে পড়াতে যেতেন কল্যাণ মানকোটি (Kalyan Mankoti)। তবে করোনা অতিমারিতে বন্ধ হয়ে যায় স্কুল। কিন্তু তাতেও দমে যাননি মানুষটি। অতিমারিতেই নিজের মেয়েকে নিয়ে ওই গ্রামেই থাকতে করতে শুরু করেন তিনি। স্কুল বন্ধ থাকলেও গ্রামের ৭৫ জন পড়ুয়ার বাড়ির দরজা পর্যন্ত শিক্ষাকে পৌঁছে দেন কল্যাণ মানকোটি (Kalyan Mankoti)।
photos
TRENDING NOW
3/6
যাত্রা মোটেই সহজ ছিল না
শহুরে কল্যাণ মানকোটি (Kalyan Mankoti) এবং তাঁর মেয়ের পক্ষে লকডাউনে গ্রাম্য জীবনে মানিয়ে নেওয়াটা মোটেই সহজ ছিল না। তার উপর প্রশাসনের নিয়মবিধি। তবে জেলা প্রশাসন, শিক্ষা দফতর এবং স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলে সেই অসম্ভবকে সম্ভব করে তোলেন তিনি। একই সঙ্গে স্থানীয় মানুষকেও শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কেও বোঝান। অবশেষে, মাস্ক, ওষুধ এবং স্য়ানিটাইজেশন নিয়ে নিজের উদ্য়োগকে ঝাঁপিয়ে পড়েন।
4/6
খুলে গেল নতুন পথ...
কল্যাণ মানকোটি (Kalyan Mankoti) বলেন, "বৃষ্টি হলে পড়াতে বেশি অসুবিধা হত। তবে একটা খালি বাড়ি আমাদের কাজ অনেকটা সহজ করে দিয়েছিল। বৃষ্টিতে ওখানেই পড়াতাম। ধীরে ধীরে ওটাই আমাদের ক্লাস রুম হয়ে উঠল।" তিনি আরও বলেন, "দ্রুত আমার এই প্রচেষ্টার কথা চারদিকে ছড়িয়ে পড়ে। ঋষিকেশ, পৌরি, নৈনিতাল থেকেও শিক্ষকরা আমাকে সাহায্য করতে শুরু করেন। এমনকী, তাঁরাও নিজেদের এলাকায় এই মডেল ব্যবহার করতে শুরু করেন।"
5/6
একে একে অনেক...
6/6
ছক ভাঙা শিক্ষা...
photos