Durga Puja 2023: টাকির ইছামতীতে বিসর্জন হল, তবে মিলল কি দুই বাংলার হৃদয়?

Durga Puja 2023 | Vijayadashami: টাকির ইছামতীতে দুই বাংলা না মিললেও কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ধুমধাম করে বিসর্জন হল।

| Oct 24, 2023, 22:02 PM IST

বিমল বসু: দুই বাংলার মিলন। দশমীর দিনে ইছামতীতে যা বরাবর হয়ে থাকে। যেদিকে বরাবর তাকিয়ে থাকেন দুইবাংলার মানুষ। এবারেও ছিলেন। তবে টাকির ইছামতীতে সেই অর্থে মিলল না দুই বাংলা। না মিললেও কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ধুমধাম করেই বিসর্জন হল। 

1/7

ইছামতীর বুকে বিসর্জন

প্রথম থেকেই প্রশাসনের কড়া নজরদারির মধ্যে ইছামতীর  বুকে চলল বিসর্জন। 

2/7

জল-অঞ্চল ভাগ

দু'দেশের প্রশাসন থেকে ঠিক হয়, কেউ কারওর সীমানা লঙ্ঘন করবে না। সেইমতো নদীর মাঝখানে নৌকা দিয়ে জল-অঞ্চল ভাগ করে দেওয়া হয়।

3/7

নদীর পাড়ে

বাংলাদেশের দিকে নদীর জলে প্রতিমা নামতে দেখা যায়নি। তবে সেদিকে নদীর পাড়ে কয়েকটি প্রতিমাকে দেখা গিয়েছে। 

4/7

নদীতে

এদেশের টাকি পাড়ে অবশ্য প্রতিমা নামতে দেখা যায় নদীতে। 

5/7

ইছামতীতে

তবে টাকির ৭০ টি পুজোর মধ্যে মাত্র কয়েকটি প্রতিমাকেই ইছামতীতে নামতে দেখা যায়। 

6/7

হতাশ

দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা দুই বাংলার মিলন দেখতে না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফেরেন।

7/7

কড়াকড়ি

সূত্রের খবর, কয়েকবছর আগে বিসর্জনকে কেন্দ্র করে টাকিতে কিছু গোলমাল ঘটেছিল, তার পর থেকে প্রশাসনিক তরফে বন্ধ করে দেওয়া হয় পুজোবিসর্জনের এই মিলনমেলা।