যোগীর ফরমানে প্রয়াগরাজে তিন মাস বন্ধ বিয়ের অনুষ্ঠান

Dec 01, 2018, 17:12 PM IST
1/5

S 5

S 5

উত্তরপ্রদেশ সরকারের এক সিদ্ধান্তে প্রবল বিপাকে পাত্র-পাত্রীদের পরিবার। রাজ্য সরকার ঠিক করেছে আগামী বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রয়াগরাজে(এলাহাবাদে) কোনও হোটেল বা হল ভাড়া করে বিয়েবাড়ির অনুষ্ঠান করা যাবে না।

2/5

S 4

S 4

প্রশাসন এক নির্দেশিকা জারি করে শহরের বিভিন্ন হোটেল, গেস্টহাউস, বিয়েবাড়ি, কোটারিং সংস্থাকে ওই কথা জানিয়ে দিয়েছে। এদের অনেকেই ইতিমধ্যে অগ্রিম টাকা নিয়েছিলেন অনুষ্ঠানের জন্য। এবার তারা পড়েছেন মহা বিপদে।

3/5

S 3

S 3

বহু পরিবার যারা ওই তিন মাসে বিয়ের দিন ঠিক করেছিলেন তাদের অনেকেই এখন বিয়ের তারিখ বদল করছে। কেউ কেউ মামলা করারও কথা ভাবছেন।

4/5

S 2

S 2

কেন এরকম ফরমান? প্রশাসনের নির্দেশিকায় বলা হয়েছে কুম্ভ মেলা উপলক্ষ্যে প্রচুর লোকের সমাগম হবে শহরে। তাই জায়গা খালি রাখতে হবে।

5/5

s 1

s 1

ওই তিন মাসের মধ্যে মোট পাঁচটি পুন্য ‘স্নান’ রয়েছে প্রয়াগরাজে। এর মধ্যে জানুয়ারিতে রয়েছে মকর সংক্রান্তি ও পৌষ পূর্ণিমা স্নান, মৌনি অমাবস্যা, বসন্ত পঞ্চমী। ফেব্রুয়ারিতে রয়েছে মাঘি পূর্ণিমা। মার্চে রয়েছে মহা শিবরাত্রি স্নান।