কনটেনমেন্ট জোনে পুজো নয়, নতুন গাইডলাইন কেন্দ্রের

Oct 07, 2020, 10:35 AM IST
1/5

দোরগোড়ায় উত্‍সবের মরসুম। কোভিড পরিস্থিতি যাতে খারাপ না হয় সেজন্য গাইডলাইন দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তাতে বলা হয়েছে, কনটেনমেন্ট জোনে প্রকাশ্যে কোনও পুজো-উত্‍সব করা যাবে না।   

2/5

কনটেনমেন্ট জোনের বাসিন্দাদের বাড়িতেই উত্‍সব পালন করতে হবে। যাঁদের ঝুঁকি বেশি, তাঁদের উত্‍সবের দিনগুলিতে বাড়িতে থাকাই ভাল। 

3/5

পুজোর সময় সামাজিক দূরত্ববিধি মেনেই, সাংস্কৃতিক অনুষ্ঠান বা যে কোনও জমায়েত পরিচালনা করতে হবে। 

4/5

ভিড়ের জায়গায় ঘন-ঘন স্যানিটাইজেশন, থার্মাল স্ক্রিনিং, ফ্লোর মার্কিংয়ের ব্যবস্থা জরুরি। বিসর্জনে মাস্ক পরে নিয়ন্ত্রিত অংশগ্রহণ, মানতেই হবে দূরত্ববিধি।   

5/5

উত্‍সবকে কেন্দ্র করে যে কোনও জমায়েতে ভিড় নিয়ন্ত্রণে রাখতেই হবে বলেও, উদ্যোক্তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।