করোনার পর এবার নোরো! নতুন ভাইরাসের উত্পাতে ফের মহামারীর আশঙ্কা চিনে

Nov 28, 2020, 12:29 PM IST
1/5

করোনার আতঙ্ক এখনও শেষ হয়নি। এরই মধ্যে নতুন ভাইরাসের উত্পাত শুরু হয়েছে চিনে। দিনে দিনে যেন ভাইরাসের আঁতুরঘর হয়ে উঠছে চিন। সব মারণ ভাইরাসের উত্সই চিন!

2/5

নোরোভাইরাস। এবার নতুন এই ভাইরাসের উত্পাত শুরু হয়েছ চিনে। চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস-এর প্রতিবেদনে এই ভাইরাসের প্রভাব নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

3/5

চিনের দক্ষিণ-পশ্চিম অংশে শিচুয়ান প্রদেশের জিগং শহরের একটি স্কুলে ৫০টি বাচ্চা এই ভাইরাসের আক্রান্ত হয়েছে বলে খবর। এমনকী চিনের শানজি ও লায়নিং প্রদেশের একাধিক স্কুলের বাচ্চারাও এই ভাইরাসে আক্রান্ত বলে জানা যাচ্ছে। 

4/5

বাচ্চাদের বমি হচ্ছে। সেইসঙ্গে ডায়েরিয়ার লক্ষ্ণণ দেখা দিয়েছে তাদের শরীরে। এই ভাইরাস করোনার মতোই দ্রুত ছড়াচ্ছে বলে চিন্তিত চিনের প্রশাসন।   

5/5

নোরোভাইরাসে আক্রান্ত হতে পারে যে কোনও বয়সের মানুষ। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে চিনের প্রশাসন এখনও নোরোভাইরাসের সংক্রমণ নিয়ে বিবৃতি দিতে রাজি নয়। ঠিক যেমনটা তারা করেছিল করোনা সংক্রমণের সময়।