উত্তর কলকাতায় মেট্রোয় ঠাকুরদেখা, কোন কোন স্টেশনে নামলে কী দেখবেন? জেনে নিন

Oct 02, 2019, 23:24 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: পুজোয় বৃষ্টি হোক বা যা-খুশি, প্যান্ডেল হপিং ছাড়া বাঙালি বলে পরিচয় দিতে লজ্জা করে। কিন্তু মাঝে সাঝে রাস্তায় ভিড়াসুর টুঁটি টিপে ধরে। তাই ভিড় এড়াতে হতেই পারে পাতাল প্রবেশ। মেট্রোয় চেপে ঠাকুর-দর্শন সেরে নেওয়া যেতেই পারে।

2/6

চাঁদনি চক স্টেশনে নামলে দেখে নিতে পারবেন জানবাজার সর্বজনীন ও তালতলা সর্বজনীন। সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছেই সন্তোষ মিত্র স্কোয়্যার, সুবোধ মল্লিক স্কোয়্যার।

3/6

মহাত্মা গান্ধী রোড স্টেশনে নামলে হাতের কাছেই মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়্যার ও শিয়ালদা অ্যাথলেটিক ক্লাব।

4/6

গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে দেখে নিতে পারেন সিমলা ব্যায়াম সমিতি, বিবেকানন্দ স্পোর্টিং, রবীন্দ্র কানন ও পাথুরিয়াঘাটা ৫-এর পল্লির পুজো।

5/6

শোভাবাজার স্টেশনে নামলে তো হাতের কাছেই স্বর্গ। দেখে নিন শোভাবাজার রাজবাড়ি, আহিরীটোলা, বেনিয়াটোলা, কুমোরটুলি পার্ক, হাতিবাগান সর্বজনীন, তেলেঙ্গাবাগান, চালতাবাগান।

6/6

শ্যামবাজার স্টেশন থেকে কাছেই বাগবাজার সর্বজনীন, ফ্রেন্ডস ইউনিয়ন, জগত্‍ মুখার্জি পার্ক। বেলগাছিয়া স্টেশনে নেমে দেখে নিতে পারেন শ্রীভূমি, দমদম পার্ক ভারতচক্র, দমদম পার্ক যুবকবৃন্দ, টালা বারোয়ারি, টালা প্রত্যয়ের পুজো। নেতাজি কলোনি লো ল্যান্ড বা দাদাভাই সঙ্ঘের পুজো দেখতে নামতে হবে নোয়াপাড়া স্টেশনে।