দেশের প্রতিটি নাগরিককে বিনামূল্যে দেওয়া হবে করোনা টিকা, ঘোষণা নরওয়ের প্রধানমন্ত্রীর

Oct 14, 2020, 21:34 PM IST
1/5

করোনা টিকা তৈরির জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে গোটা দুনিয়া। এখনও সেরকম কোনও টিকা বাজারে আসেনি। ভারতে ওই টিকা আগামী বছরের প্রথমে বা মাঝামাঝি আসবে বলে আশা কেন্দ্রের। এর মধ্যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নরওয়ে সরকার।

2/5

নরওয়ে সরকার ঘোষণা করেছে, কোভিড টিকা বাজারে এলে তা বিনামূল্যে দেওয়া হবে দেশের করোনা রোগীদের।  

3/5

দেশের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ ঘোষণা করেছেন, আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব দেশের বেশিরভাগ মানুষ একটি নিরাপদ করোনা টিকা পাক। এই টিকা দেওয়া হবে বিনামূল্যে।

4/5

ইউরোপিয় ইউনিয়নের সদস্য নয় নরওয়ে। তবে ইউরোপের একক বাজারের শরিক তারা। গত অগাস্টেই সরকার ঘোষণা করেছিল, ইউরোপিয় ইউনিয়ন যে ওষুধ কিনবে, ওষুধ কোম্পানিগুলির সঙ্গে চুক্তি করে দেশের নাগরকিদের জন্য সেই টিকাই কেনা হবে।

5/5

নরওয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইতিমধ্যে কোভিড টিকার জন্য তিনটি ওষুধ কোম্পানির সঙ্গে কথা বলা হয়েছে।  আরও অন্য কোম্পানির সঙ্গেও কথা চলছে।