ভারতের ‘নিষিদ্ধ’ এলাকায় প্রবেশাধিকার পেল বিদেশি পর্যটকরা, বাদ শুধু চিন ও পাকিস্তান

Mar 25, 2018, 17:42 PM IST
1/10

Foreigner_1

Foreigner_1

ভারতের এমন কিছু সংরক্ষিত এবং নিষিদ্ধ জায়গা রয়েছে যেখানে বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি নেই। কয়েক দশক ধরে এই নিয়ম বলবত্ রয়েছে।

2/10

Foreigner_2

Foreigner_2

এ বার সেই নিয়মের বাঁধন হাল্কা করতে শুরু করল স্বরাষ্ট্র মন্ত্রক। চিন এবং পাকিস্তানের পর্যটকদের ক্ষেত্রে পুরনো নিয়মই কার্যকর থাকলেও অন্যান্য দেশের নাগরিকদের জন্য এবার শিথিল হল সেই বজ্র আঁটুনি।

3/10

Foreigner_3

Foreigner_3

অরুণাচল প্রদেশ, সিকিম এবং হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, জম্মু ও কাশ্মীরের বেশ কিছু জায়গায় ছয় দশক ধরে বিদেশি পর্যটকদের প্রবেশাধিকার ছিল না।

4/10

Foreigner_4

Foreigner_4

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, রাজ্যগুলির সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। খুব শীঘ্রই সমস্যার সমাধান করা যাবে।

5/10

Foreigner_5

Foreigner_5

রিজিজু আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রক এ বিষয়ে রাজ্যগুলির সঙ্গে কথা বলবে। কোন কোন জায়গাগুলিকে বিদেশিদের জন্য মুক্ত করে দেওয়া হবে তা বিশদে জানানোও হবে।

6/10

Foreigner_6

Foreigner_6

হঠাত্ এমন সিদ্ধান্ত কেন? কেন্দ্রের দাবি, এই সব জায়গায় পর্যটন শিল্পকে তুলে ধরতেই এমন পদক্ষেপ করা হচ্ছে। 

7/10

Foreigner_7

Foreigner_7

১৯৫৮-র ফরেনার্স (প্রটেক্টেড এরিয়াস) অর্ডার অনুযায়ী, আন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তার জন্য এই জায়গাগুলিকে বেদেশি পর্যটকদের জন্য সংরক্ষণ এবং নিষিদ্ধ করা হয়েছে।

8/10

Foriegner_8

Foriegner_8

চলতি নিয়মে অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি নেই।

9/10

Foreigner_9

Foreigner_9

তবে, ২০১০ সালে ৩০ ডিসেম্বরে কেন্দ্রের এক নির্দেশিকায় শর্ত সাপেক্ষে এক বছরের জন্য মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডকে ছাড় দেওয়া হয়।

10/10

Foreigner_10

Foreigner_10

সূত্রের খবর, এই সব জায়গায় প্রবেশের জন্য কেন্দ্র বা রাজ্যের বিশেষ অনুমতি নিতে হবে বিদেশি পর্যটকদের।