'বিশ্রাম নেওয়ার সময় নেই', অসুস্থতা থেকে উঠেই বসিরহাট ছুটে গেলেন সাংসদ নুসরত

Nov 21, 2019, 18:27 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন : অসুস্থতা কাটিয়ে উঠেই কাজে ঝাঁপিয়ে পড়লেন নুসরত জাহান। আজ একগুচ্ছ কর্মসূচি নিয়ে নিজের কেন্দ্রে ঘোরেন বসিরহাটের সাংসদ। প্রথমে বসিরহাট সংগ্রামপুরে পুলিস সুপার অফিসে গিয়ে কঙ্করপ্রসাদ বারুই সহ জেলা পুলিস কর্তাদের সঙ্গে প্রশাসনিক কাজকর্মের বৈঠক করেন।  

2/7

তারপর  আলোচনা করেন দলীয় কর্মীদের সঙ্গে। টাকি, হাড়োয়ায় দুটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা জানান। তাঁর কেন্দ্র বসিরহাট ঘূর্ণিঝড় বুলবুল কবলিত। খুব শিগগিরই বসিরহাট যাবেন বলেও জানান তিনি।

3/7

এদিন নুসরত জাহানের সঙ্গে ছিলেন তাঁর স্বামী নিখিল জৈন। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, "ডাক্তার এখনও এক সপ্তাহ রেস্ট করতে বলেছেন আমাকে। কিন্তু এত রেস্ট করার সময় আমার নেই।"

4/7

"একদিন রেস্ট করেই আমি প্রথম বসিরহাটে এসেছি। অনেক কাজ পড়ে আছে মানুষের জন্য আমাকে করতেই হবে। দিল্লিতে যেতে হবে পার্লামেন্ট সেশন মিস করছি। আমি যেহেতু জলের দায়িত্বে আছি, মানুষের কাছে কীভাবে তা পৌঁছে দেওয়া যায় সেই কাজ করছি।"

5/7

রবিবার রাত ৯.৩০ মিনিট নাগাদ গুরুতর অসুস্থ অবস্থায় বসিরহাটের সাংসদ নুসরত জাহাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন পরিজনরা। হাসপাতাল সূত্রে জানা যায়, বেশি মাত্রায় ওষুধ খেয়ে ফেলায় অসুস্থ হয়ে পড়েন তিনি।

6/7

পরিস্থিতি জটিল হওয়ায় তাঁকে রাখা হয় আইসিইউতে। রাতেই তাঁর স্টমাক ওয়াশ করেন চিকিৎসকরা।

7/7

সোমবার দিনভর আইসিইউতে থাকার পর বিকেল ৫টা নাগাদ তাঁকে জেনারেল বেডে পাঠান চিকিৎসকরা। সন্ধে ৭টা নাগাদ সবার অগোচরেই হাসপাতাল ছাড়েন তিনি।