West Bengal Election 2021: Payel-কে প্রচারে 'বাধা', তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, ধরনা থানায়

Apr 04, 2021, 12:18 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: ভোটের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলল পায়েল সরকার। শুধু তাই নয় , দলের কর্মীদের গায়ে হাত তোলার মতো গুরুতর অভিযোগ করেছেন তিনি। 

2/6

তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকার (Paayel Sarkar)। 

3/6

বেহালার (Behala) পূর্ব ও পশ্চিমে ‘বিজেপির বাজি’ টলিউডের দুই তারকা পায়েল সরকার (Paayel Sarkar) এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। 

4/6

দুই অভিনেত্রী-সতীর্থের প্রতিপক্ষই হেভিওয়েট মুখ। একদিকে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কঠিন লড়াই শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের, তো অন্যদিকে আবার শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট লড়বেন পায়েল সরকার।

5/6

তবে হাল ছাড়তে নারাজ গেরুয়া-অভিনেত্রী। দিন দুয়েক আগে প্রচারে শ্রাবন্তী-পায়েলের হয়ে হাল ধরেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ, উপরন্তু টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। 

6/6

প্রচারে বাধা দেওয়ার অভিযোগে ঠাকুরপুকুর থানায় ধরনা দিয়েছেন  পায়েল সরকার ও বিজেপির বাকি কর্মীরা।  পায়েল অভিযোগ জানায়, রাস্তা বাঁক নেওয়ার সময় গাড়ি শ্লথ গতিতে এগোতে থাকে। তখনই লাঠি নিয়ে তাদের উপর আক্রমণ করা হয়। প্রচারে বাধা দেওয়া হয়। ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।    ঠাকুরপুকুর থানায় ধরনা চলাকালীন সেখানে গিয়ে পৌঁছয় শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বিজেপির  লোক আমাদের একজন মহিলাকে এতটাই মারা হয়েছে তাঁকে বিদ্যসাগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একমাস ধরে এখানে প্রচার চলছে, কোনও গন্ডগোল হয়নি। ঠিক ভোট আর ৫ দিন বাকি, এখন যত গন্ডগোল করছে ওঁরা।