Kolkata: ভয়ংকর ঘূর্ণিঝড় 'রিমাল' এসে পৌঁছনোর আগেই শহরে ভেঙে পড়ল পুরনো বাড়ি! অতঃকিম?

Bagbazar Building Collapsed: এখনও এসে পৌঁছয়নি রিমাল। কিন্তু তার আগে, শুক্রবার ভোরে বাগবাজার এলাকায় ভেঙে পড়ল ৯০ বছরের বাড়ির একাংশ।

May 24, 2024, 14:47 PM IST

অয়ন ঘোষাল: এখনও এসে পৌঁছয়নি রিমাল। কিন্তু তার আগে, শুক্রবার ভোরে বাগবাজার এলাকায় ভেঙে পড়ল ৯০ বছরের বাড়ির একাংশ। এর জেরে আহত হলেন ৫২ বছরের প্রৌঢ়। সতর্ক করা হয়েছে বাড়ির মালিককে। 

1/6

গিরিশ অ্যাভিনিউ

৩৬ এর এ গিরিশ অ্যাভিনিউর পুরোনো বাড়িটি দীর্ঘদিন ধরেই শরিকি বিবাদের কারণে মেরামতির করা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রের খবর। 

2/6

চায়ের দোকানে

সামনেই একটি চায়ের দোকান। সেখানে ভোরে চা খেতে এসেছিলেন ৫২ বছরের দেবজিৎ সান্যাল। 

3/6

বারান্দা এবং কার্নিশ

হঠাৎই সেই বাড়ির ৪ তলার বারান্দা এবং লাগোয়া কার্নিশের একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাস্তায়। 

4/6

আঘাত

উপর থেকে ভেঙে পড়া অংশের একটি ইট তাঁর মাথায় এসে লাগে। 

5/6

হাসপাতালে

আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় বাগবাজারেরই এক বেসরকারি হাসপাতালে। 

6/6

পুরকর্মী

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কলকাতা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপী ঘোষ। পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা রাস্তায় পড়ে থাকা ভাঙা বারান্দার অংশ সরিয়ে নিয়ে যান। বাড়িটির মালিককে সতর্ক করা হয়েছে এবং অবিলম্বে তাঁকে বাড়ির বিপজ্জনক অংশ সারিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান কাউন্সিলর।