Kolkata Metro Time Update: বদলে যাচ্ছে শহরের রাতের পরিবহণ, ১১টাতে লাস্ট মেট্রো...

Kolkata Metro: করোনার আগে শেষ মেট্রোর সময় ছিল রাত্রি ৯.৫৫ মিনিট। কিন্তু করোনার পর থেকে সেই সময় এগিয়ে আসে। বর্তমানে দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রোর সময় ৯.৪০মিনিট। শুক্রবার বড় ঘোষণা করল মেট্রো রেল। সময়সীমা বাড়িয়ে গণপরিবহণ সেবায় বড় পরিবর্তন আনল কলকাতা মেট্রো।

| May 24, 2024, 14:39 PM IST
1/6

শেষ মেট্রোর টাইম আপডেট

অয়ন ঘোষাল: মেট্রো রেলের তরফে বড় ঘোষণা। শুক্রবার মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান সুখবর।   

2/6

শেষ মেট্রোর টাইম আপডেট

তিনি বলেন, কলকাতা মেট্রো ব্লু লাইনে আজ অর্থাৎ ২৪.০৫.২০২৪ তারিখ থেকে রাতে পরীক্ষামূলকভাবে বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে।   

3/6

শেষ মেট্রোর টাইম আপডেট

সোমবার থেকে শুক্রবার আপ ও ডাউনে এই মেট্রো পরিষেবা রাত ১১টায় যথাক্রমে কবি সুভাষ ও দমদম থেকে পাওয়া যাবে ।   

4/6

শেষ মেট্রোর টাইম আপডেট

যাত্রাপথে পরিষেবা দু'টি সমস্ত স্টেশনে থামবে। প্রতিটি স্টেশনে একটি করে টিকিট কাউন্টার টোকেন, স্মার্ট কার্ড বিক্রির জন্য খোলা থাকবে।  

5/6

শেষ মেট্রোর টাইম আপডেট

করোনার আগে শেষ মেট্রোর সময় ছিল রাত্রি ৯.৫৫ মিনিট। কিন্তু করোনার পর থেকে সেই সময় এগিয়ে আসে। বর্তমানে দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রোর সময় ৯.৪০মিনিট।   

6/6

শেষ মেট্রোর টাইম আপডেট

তবে এবার মেট্রো রেলের তরফ থেকে জানানো হয় যে শুক্রবার তথা ২৪ মে থেকেই পরীক্ষামূলকভাবে রাত ১১টায় যথাক্রমে কবি সুভাষ ও দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে।