1/8
নিজস্ব প্রতিবেদন- ২৩ জুলাই টোকিওতে শুরু হচ্ছে অলিম্পিকস। ভারতের যে তারকাদের দিকে এবার তাকিয়ে গোটা দেশ, তাঁদের মধ্যে সবার আগে আসে ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধুর নাম। ২০১৬ সালে রিও অলিম্পিকে রুপোর পদক জিতেছিলেন সিন্ধু। ২০১৯ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা। কোভিড আবহেও প্রস্তুতি শুরু করেছেন অলিম্পিকের। শারীরিক ও মানসিক দিক দিয়ে ভালো জায়গায় আছেন বলে জি ২৪ ঘণ্টাকে নিজেই জানিয়েছেন সিন্ধু।
2/8
অলিম্পিকের লন টেনিসে অঙ্কিতা রায়নাকে সঙ্গে নিয়ে ডাবলস খেলবেন সানিয়া মির্জা। ভারতীয় টেনিস সুন্দরীর সংগ্রহে রয়েছে ৬ টি গ্র্যান্ড স্লাম। এই নিয়ে চতুর্থবার অলিম্পিক কোর্টে দেখা যাবে সানিয়াকে। ২০১৩য় সিঙ্গলস থেকে অবসর নিয়েছেন। যদিও ডাবলস এবং মিক্সড ডাবলস খেলছেন সানিয়া। শনিবারই উইম্বলডনে ডাবলসে ৬-৪.৬-৩ সেটে যদিও পরাজিত হন সানিয়া-বেথানি ম্যাটেকস্যান্ডস জুটি।
photos
TRENDING NOW
3/8
4/8
5/8
6/8
7/8
8/8
photos