OMG: পুরুষাঙ্গের 'মিছিল'! এটাই বিশ্বের 'অশ্লীলতম' উৎসব...

Bizzare: আজব উৎসব। এই নিয়ে বিতর্ক থাকলেও এর গুরুত্ব অনেক। 

Jun 29, 2024, 13:20 PM IST
1/6

'অশ্লীলতম' উৎসব!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাপানে হয় এই কানামারা মাতসুরি বা স্টিল ফ্যালাস উৎসব। যা কিনা পুরুষাঙ্গের উৎসব।

2/6

'অশ্লীলতম' উৎসব!

এপ্রিলের প্রথম রবিবার জাপানে এই উৎসব পালিত হয়। নানা রং ও আকারের পুরুষাঙ্গের প্রতিলিপি নিয়ে জাপানের রাস্তায় বেরয় মিছিল। 

3/6

'অশ্লীলতম' উৎসব!

আপাতদৃষ্টিতে এই উৎসব অশ্লীল মনে হলেও জাপানের শিন্তো ধর্মাবলম্বী মানুষের কাছে এটি একটি গুরুতর ধর্মীয় উৎসব। 

4/6

'অশ্লীলতম' উৎসব!

প্রচলিত বিশ্বাস, এক জাপানি তরুণীর তাঁর রাক্ষস প্রেমিককে শিক্ষা  দেওয়াকে কেন্দ্র করে এডো যুগে এই উৎসবের জন্ম। 

5/6

'অশ্লীলতম' উৎসব!

প্রসঙ্গত, জাপানে এই 'ফ্যালাস' উৎসবের পাশাপাশি উত্তর পর্তুগালের রক্ষণশীল শহর আমারান্তেতে জনপ্রিয় পুরুষাঙ্গ সদৃশ 'ফ্যালিক' কেক।

6/6

'অশ্লীলতম' উৎসব!

যার পোশাকি নাম 'বোলোস ডে সাও গোনকালো' বা 'সাও গোনকালো কেকস'। উল্লেখ্য প্রায় অর্ধশতক ধরে পর্তুগালে নিষিদ্ধ ছিল এই কেক।