মণীশ খুনে গ্রেফতার ১, সাতজনের নামে দায়ের এফআইআর

Oct 05, 2020, 21:42 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল সিআইডি। ধৃতের নাম মহম্মদ খুররম। ধৃত টিটাগড়েরই বাসিন্দা। এর পাশাপাশি ইতিমধ্যেই ৭ জনের নামে FIR দায়ের হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধেই খুনের ধারা দেওয়া হয়েছে। 

2/5

ধৃত মহম্মদ খুররমকে জেরা করে খুনের ঘটনায় জড়িত বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। পুলিস সূত্রে জানা গিয়েছে, খুররমের এক সঙ্গীকে খুনের ঘটনায় মনীশ শুক্লার নাম জড়িয়ে যায়। সেই প্রতিশোধ স্পৃহা থেকেই এমন কাজ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ৯ আটকের মধ্যে একজন খুররম। 

3/5

জানা গিয়েছে, আটক আরও ২ জনের নাম গুলাবা ও মহম্মদ নাসির। ওদিকে NRS-এ ময়নাতদন্ত শেষে এদিন পরিবারের হাতে দেওয়া তুলে দেওয়া হয়। প্রায় ২০ ঘণ্টা পর দেহ পায় পরিবার। মরদেহ নিয়ে সোজা টিটাগড়ে পৌঁছয় কনভয়।

4/5

টিটাগড়ে মণীশ শুক্লার দেহ পৌঁছতেই তুমুল উত্তেজনা দেখা দেয়। রাস্তার ধারে ভিড় জমে যায় মানুষের। পুলিসের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। আজই রাসমণি শ্মশানে শেষকৃত্য হবে নিহত নেতার। 

5/5

অন্যদিকে দলীয় নেতা খুনে সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছে বিজেপি। আজ রাজ্যপালের সঙ্গে দেখা করে সেই দাবি পেশ করেন বিজেপি নেতৃত্ব। নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন নিহত নেতার বাবা মণি চন্দ্র শুক্লাও।