মাত্র এক টাকায় মিলছে সোনা, কেন এমন অফার, জানেন?

Dec 18, 2018, 16:05 PM IST
1/9

এক টাকায় সোনা

Gold_1

এক টাকায় সোনা! অনলাইনে ঢুঁ মারলেই ঘরে বসে পেতে পারেন। পরিমাণ নামমাত্র হলেও মাত্র এক টাকা খরচ করলেই সোনা পাচ্ছেন! সেটাই বা কম কিসের! কিন্তু প্রশ্ন, হঠাত্ এক টাকায় সোনা দেওয়া হচ্ছে কেন?

2/9

এক টাকায় সোনা

Gold_2

সোনা আমদানিতে বিশ্বে ভারতের স্থান দ্বিতীয়। অর্থাত্ ভারতের উপরে অনেকটাই নির্ভর করছে বিশ্বের স্বর্ণ ব্যবসা। কিন্তু নোটবন্দির পর এই আমদানিতে ভাঁটা পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

3/9

এক টাকায় সোনা

Gold_3

এর পর কালো টাকার উপর মোদী সরকারের কড়াকড়ির জেরেও সোনায় বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন লগ্নিকারীরা। 

4/9

এক টাকায় সোনা

Gold_4

বাণিজ্য ঘাটতি মেটাতে আমদানি কমাতে চাইছে ভারত। এর জেরে সিংহভাগ কোপ এসে পড়েছে এই ধাতু আমদানি ক্ষেত্রে। 

5/9

এক টাকায় সোনা

Gold_5

২০১০ সালে যেখানে ১০০২ টন চাহিদা ছিল গত বছর ২৩ শতাংশ কমেছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। মোদ্দা কথা, সোনায় আমদানি কমিয়েছে ভারত। তা হলে উপায়?

6/9

এক টাকায় সোনা

Gold_6

এখন এক গ্রাম সোনা কিনতে গ্যাঁট থেকে খরচ করতে হবে প্রায় ৩ হাজার টাকা। তাও আবার দোকানে গিয়ে সময় নষ্ট করে। কিন্তু পেটিএম-র মতো বেশ কিছু অনলাইন সংস্থায় ঘরে বসেই পেয়ে যাচ্ছেন সোনা। তাও আবার এক টাকায়। 

7/9

এক টাকায় সোনা

Gold_7

আসলে সোনার আমদানি বাড়াতেই এমন অভিনব পদক্ষেপ করা হয়েছে। কেমন সাড়া মিলছে? গত বছর থেকে এমন সুযোগ মিলছে। 

8/9

এক টাকায় সোনা

Gold_8

এখনও পর্যন্ত ৩০ লক্ষ মানুষ অনলাইনে সোনা কিনেছেন। এই দেশে সোনা আমদানি পরিমাণের তুলনায় নগন্য হলেও বিশেষজ্ঞরা আশাবাদী, ভারতের মতো জনবহুল দেশে যে ভাবে ডিজিটাল মাধ্যম শক্ত হচ্ছে, আগামী দিনে অনলাইনে সোনা বিক্রি আরও বাড়বে। 

9/9

এক টাকায় সোনা

Gold_9

সেফগোল্ড সংস্থার ম্যানেজিং ডিরেক্টর গৌরব মাথুর বলেন, আগামী বছর দেড় কোটি মানুষকে তাদের লক্ষ্যমাত্রা আনা হবে।