উপভোগের পর ফেরত যায় ‘সে’, আর ফেলে যায় মুণ্ড ও হাতবিহীন দেহ

Jul 19, 2020, 10:01 AM IST
1/4

সঙ্গীদের চোখের সামনে থেকেই তাঁকে টেনে গিয়েছিল। বাঁচাতে লাঠিসোঁটা নিয়ে পিছন পিছন ছুটেছিলেন সঙ্গীরা। কিন্তু ততক্ষণে সব শেষ! জঙ্গলে ফেরত গিয়েছে ‘সে’। আর ফেলে রেখে গিয়েছে মুণ্ডহীন এক নিথর দেহ।

2/4

সুন্দরবনের মত্স্যজীবীদের কাছে এই অভিজ্ঞতা প্রথম নয়। একপ্রকার প্রাণ হাতে নিয়েই পেশার টানে যান তাঁরা। তবুও চোখের সামনে সঙ্গীর এই ভয়াবহ চেহারা দেখে হিমস্রোত বয়ে গিয়েছিল সকলের শরীরে।

3/4

রবিবার সকালে ফের মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল সুন্দরবন। জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় মৃত্যু হল বছর ছাপান্নর প্রফুল্ল সর্দার।

4/4

দুদিন আগে তিন বন্ধু মিলে সুন্দরবনের গভীর জঙ্গলে খাঁড়িতে কাঁকড়া ধরতে যায় দক্ষিণ ২৪ পরগনার ৫ নং কৈখালির বাসিন্দা প্রফুল্ল সর্দার। সকালে বাঘ তাঁকে নিয়ে যায়, ফেলে রেখে যায় তাঁর মাথা ও ডান হাতবিহীন একটা ‘লাশ’।