আপেলের থেকেও দামি পেঁয়াজ! এক কিলো বিকোচ্ছে ৮০ টাকায়, কবে কমবে দাম?

Nov 07, 2019, 13:16 PM IST
1/5

শ্রাবন্তী সাহা : আপেলের থেকেও দামি পেঁয়াজ। গতবছরও হয়ত আপনি পেঁয়াজ কিনেছিলেন ১০ টাকায় আর আপেল কিনেছিলেন ৭০ টাকায়। কিন্তু এবার উলটপুরাণ। শহরের সমস্ত বাজারেই পেঁয়াজের দাম ৮০ টাকা ছুঁয়েছে। আর আপেল বিকোচ্ছে ৭০ টাকায়। পেঁয়াজে হাত দিলেই ছ্যাঁকা লাগছে।

2/5

পুজোর মরসুমের কিছুটা আগে থেকেই দেশজুড়ে বাড়তে শুরু করেছিল পেঁয়াজের দাম। এখন একেবারে ধরাছোঁয়ার বাইরে। দিল্লিতে খুচরো বাজারে পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। কিন্ত হঠাত একমাসের মধ্যে কেন চারগুণ দাম বাড়ল পেঁয়াজের? এর জন্য নাসিকের বর্ষাকেই দায়ি করেছেন বিশেষজ্ঞরা।

3/5

বর্ষা দেরিতে আসায় পেঁয়াজ চাষে এমনিতেই দেরি হয়েছে। যার জেরে গত বছরের থেকে চলতি বছরে পেঁয়াজ উৎপাদন এমনিতেই ৩০-৪০ শতাংশ কম হয়েছে। এছাড়াও একাধিক রাজ্যে বন্যায় নষ্ট হয়েছে প্রচুর ফসল। ফলে চাহিদার তুলনায় যোগান কমেছে অনেকটাই। আর সে কারণেই দাম ঊর্ধ্বমুখী।

4/5

দাম কবে কমবে? প্রশ্নের উত্তরে টাস্ক ফোর্সের সদস্য কমল দে জানান, নতুন পেঁয়াজ না এলে দাম কমা সম্ভব নয়। তবে আগামী মাসে দাম কিছুটা হলেও আয়ত্বে আসতে পারে।  

5/5

সুফলা বাংলায় পেঁয়াজের দাম ৫৫ টাকা। তবে বাজারে আসতেই মুহূর্তে সব শেষ। ফলে শেষ লাইনে দাঁড়িয়েও লাভ হয়নি ক্রেতাদের।