৩৫ বছরে প্রথমবার তিন অঙ্কের নিচে নামল রেল দুর্ঘটনার সংখ্যা
Apr 01, 2018, 21:01 PM IST
1/8
railways 35
রেলের মুকুটে আরও একটা পালক। ৩৫ বছরে এই প্রথম দুর্ঘটনার সংখ্যা কমিয়ে রেকর্ড গড়ল ভারতীয় রেল।
2/8
acci rail
গত অর্থবর্ষে (২০১৭-২০১৮) দুর্ঘটনায় রাশ টেনতে সক্ষম হল রেল। দুই অঙ্কের মধ্যে থাকল দুর্ঘটনার পরিসংখ্যান।
photos
TRENDING NOW
3/8
accident 2016
২০১৭-১৮ আর্থিক বছরে ৩০ মার্চ পর্যন্ত দুর্ঘটনার সংখ্যা ৭৩। ২০১৬-১৭ অর্থবর্ষের নিরিখে ২৯ শতাংশ কম।
4/8
acci stat
২০১৬-১৭ সালে দুর্ঘটনার সংখ্যা ছিল ১০৪।
5/8
train acci
১৯৬৮-৬৯ সালে প্রথমবার তিন অঙ্কের ঘরে নেমেছিল রেল দুর্ঘটনা। সে বছর ৯০৮টি দুর্ঘটনা ঘটেছিল। তার আগের আর্থিক বছরে দুর্ঘটনার সংখ্যা ছিল ১,১১১।
6/8
acci
মাঝে ১৯৮০-৮১ সালে ১০১৩টি রেল দুর্ঘটনা নথিভূক্ত হয়েছিল। তার পরের বছর আবার দুর্ঘটনার সংখ্যা কমে দাঁড়ায় ৭৯৭।
7/8
piyush
রেল মন্ত্রকের দায়িত্বে আসার পর পীযূষ গোয়েল জোর দেন যাত্রী নিরাপত্তায়। আধিকারিকদের কড়া নির্দেশ দেন, ট্রেন দেরি হলেও যাত্রী সুরক্ষার সঙ্গে কোনও আপোস নয়।
8/8
ashwini
রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি বলেন, ''আমরা যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছি। রেলকর্মীরাও নিজে থেকে যাতে আমাদের তথ্য দিতে পারেন, তার ব্যবস্থাও করেছি।''