Dhoni-র ফার্মের সবজি বাজারে সস্তায় বিক্রি হচ্ছে, আপনি কিনেছেন কি?

Dec 18, 2020, 21:39 PM IST
1/5

কয়েক মাস আগে ধোনির (MS Dhoni) ট্র্যাক্টর চালানোর ভিডিয়ো ভাইরাল হয়েছিল। আসলে নিজের ফার্ম হাউসে কৃষিকাজের জন্য তিনি ট্র্যাক্টর চালাচ্ছিলেন। ক্রিকেট থেকে অবসরের পর এবার ব্যবসায় মন দিয়েছেন মাহি।

2/5

নিজের ফর্ম নিয়ে বেশ সিরিয়াস বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। ৪৩ একর জমির ওপর রাঁচিতে ফার্ম হাউস তৈরি করেছেন এমএসডি (MS Dhoni)। 

3/5

সেই ফার্মে বিখ্যাত কড়কনাথ মুরগির (kadaknath chicken) চাষ শুরু করেছেন ধোনি। মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার থান্ডলা ব্লকের বিনোদ মেহেতার কাছ থেকে  ২০০০ কড়কনাথ মুরগির (kadaknath chicken) ছানা কিনেছেন তিনি।  

4/5

কড়কনাথ মুরগির (kadaknath chicken) পর উন্নত প্রজাতির গরু তৈরিতে ব্যস্ত মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। রাঁচিতে (Ranchi) তাঁর ফার্ম হাউসে সেই নতুন ব্রিডের একাধিক গরুর সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ধোনিকে।  

5/5

ফার্মের সবজি এখন বাজারে বিক্রি হচ্ছে অনেক সস্তা দামে। রাঁচির (Ranchi) পাইকারি বাজার দলী মার্কেট থেকে একটু এগিয়ে গেলেই ধোনির কিয়স্ক। সেখানে ভারতের প্রাক্তন অধিনায়কের খামারের শাক সবজি বিক্রি হচ্ছে।