নিজস্ব প্রতিবেদন: সাধ্যের দামে অক্সফোর্ড টিকা প্রবীণদের পাশাপাশি কমবয়সীদের শরীরেও কাজ করবে ৯০ শতাংশ। দিন দুয়েক আগে এই ভ্যাকসিনের ৬০-৭০ শতাংশ কার্যকারিতা শুনে হতাশ হয়েছিল স্বাস্থ্যমহল।
2/4
তবে বিষয়টি স্পষ্ট করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। একটি মাত্র প্রয়োগেই শরীরে ৯০ শতাংশ পর্যন্ত এই টিকা কার্যকর বলে সংস্থা জানিয়েছে। অন্য একটি টিকায় ৬২ শতাংশ কার্যকারিতা দেখা গিয়েছে। সেই কারণে গড়ে টিকার কার্যকারিতা ৭০ শতাংশ বলে জানিয়েছে সংস্থা।
photos
TRENDING NOW
3/4
পাশাপাশি জানিয়েছে, বিভ্রন্তির সৃষ্টি করবেন না। টিকার ডোজ ১৮ থেকে ৪০ বছরে বয়সীদের শরীরে যতটা কার্যকর ততটা প্রবীণদের শরীরে নয়। তাই টিকার ডোজের হেরফের করতে হবে।
4/4
কমবয়সীদের একটি ডোজ ৯০ শতাংশ কাজ করছে। ২৮ দিনের মধ্যেই ইমিউনিটি তৈরি হচ্ছে শরীরে। কিন্তু বয়স্কদের ক্ষেত্রে সেটি বেশি সময় নিচ্ছে।