''পাকিস্তানে এখন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন একেবারে নিরাপদ''

| Feb 15, 2019, 14:46 PM IST
1/6

পাকিস্তানে ম্যাচ আয়োজন নিরাপদ, বলছেন এবি

পাকিস্তানে ম্যাচ আয়োজন নিরাপদ, বলছেন এবি

২০০৯ সালে লাহোরে টিম শ্রীলঙ্কার ওপর জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানে আর কোনও দেশ ক্রিকেট খেলতে যেতে রাজি নয়। নিরাপত্তাজনিত কারণে প্রায় সমস্ত ক্রিকেট খেলিয়ে দেশই পাকিস্তানে কোনও ম্যাচ খেলতে যেতে চায় না।

2/6

পাকিস্তানে ম্যাচ আয়োজন নিরাপদ, বলছেন এবি

পাকিস্তানে ম্যাচ আয়োজন নিরাপদ, বলছেন এবি

আমিরশাহি এখন পাকিস্তানের  হোম গ্রাউন্ড। কিন্তু এতে পাকিস্তান ক্রিকেট বোর্ড কোনও লাভ দেখছে না। তাই পিসিবির তরফে বিভিন্ন দেশকে পাকিস্তানে খেলতে আসার প্রস্তাব দেওয়া হচ্ছে। 

3/6

পাকিস্তানে ম্যাচ আয়োজন নিরাপদ, বলছেন এবি

পাকিস্তানে ম্যাচ আয়োজন নিরাপদ, বলছেন এবি

জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ সম্প্রতি পাকিস্তান সফরে গিয়েছিল। আগামী মাসে লাহোরে পিএসএল-এর দুটি ম্যাচ আয়োজিত হওয়ার কথা। আর এবার তাতে খেলবেন বলে জানিয়েছেন এবি ডিভিলিয়ার্স। 

4/6

পাকিস্তানে ম্যাচ আয়োজন নিরাপদ, বলছেন এবি

পাকিস্তানে ম্যাচ আয়োজন নিরাপদ, বলছেন এবি

এবির দাবি, পাকিস্তানে এখন পরিস্থিতি বদলেছে। সেখানে খেলতে গেলে নিরাপত্তাজনিত আর কোনও সমস্যা নেই বলেও দাবি করেছে দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি। 

5/6

পাকিস্তানে ম্যাচ আয়োজন নিরাপদ, বলছেন এবি

পাকিস্তানে ম্যাচ আয়োজন নিরাপদ, বলছেন এবি

এবি বলছিলেন, "একটা সময় সন্ত্রাস কবলিত দেশ ছিল পাকিস্তান। আমরাও ভয় পেতাম সেখানে খেলতে যেতে। তবে এখন পরিস্থিতি বদলেছে। আর এখনই সেখানে খেলতে যাওয়ার সেরা সময়।"

6/6

পাকিস্তানে ম্যাচ আয়োজন নিরাপদ, বলছেন এবি

পাকিস্তানে ম্যাচ আয়োজন নিরাপদ, বলছেন এবি

৯ ও ১০ মার্চ লাহোরে পিএসএল-এর দুটি ম্যাচ আয়োজিত হবে। তাতে খেলবেন বলে জানিয়েছেন এবি। পিসিবিও এবির অংশগ্রহণে বেজায় খুশি। তারা মনে করছে, এবিকে দেখে বিশ্ব ক্রিকেটের অন্য তারকারা পাকিস্তানে খেলার জন্য উদ্বুদ্ধ হবে।