খোদার দোহাই অভিনন্দনকে মুক্তি দিন, ভারতের ভয়ে ঘামছিলেন পাক সেনাপ্রধানই

Oct 29, 2020, 18:59 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: সৌজন্য মোটেই নয়, শান্তির বার্তাও নয়, অভিনন্দন বর্তমানকে ভয়েই ছেড়ে দিয়েছিল পাকিস্তান। বুধবার পাকিস্তানের সংসদে এমন দাবিই করলেন পাকিস্তান মুসলিম লিগের (এন) নেতা আয়াজ সাদিক। তিনি বলেন,''অভিনন্দন বর্তমানকে মুক্তি না দিলে রাত ৯টার মধ্যেই হামলা করবে ভারত।''       

2/5

পাক সংসদে আয়াজ বলেন,''সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠকে ছিলেন শাহ মাহমুদ কুরেশি। পিপিপি ও পিএমএল-এন প্রতিনিধি ও সেনাপ্রধান জেনারেল বাজওয়াও ছিলেন। প্রধানমন্ত্রী ইমরান খানেরও ওই বৈঠকে আসার কথা থাকলেও আসেননি।''

3/5

পাক সেনাপ্রধানও যে ভারতের ভয়ে গলদঘর্ম তাও স্পষ্ট করেছেন আয়াজ। তাঁর কথায়,''পা কাঁপতে কাঁপতে বৈঠকে ঢুকেছিলেন জেনারেল বাজওয়া। তিনি ঘামছিলেন। বিদেশমন্ত্রী তখন বলেন,''খোদার দোহাই ছেড়ে দাও অভিনন্দন বর্তমানকে। নইলে রাত ৯টার মধ্যে হামলা করবে ভারত।''  

4/5

সাদিক দাবি করেছেন,বিরোধীরা সেদিন কুরেশিকে সমর্থন করে। নতজানু হয়ে অভিনন্দনকে মুক্তি দিয়েছিল সরকার। 

5/5

২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটের জঙ্গি শিবিরে অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। পরের দিন ২৭ ফেব্রুয়ারি ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তান। তখন পাকিস্তানি যুদ্ধবিমান এফ-১৬-র পিছনে ধাওয়া করেন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। পাক অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়ে তাঁর বিমানটি। বন্দি করা হয় অভিনন্দনকে। তবে ১ মার্চ মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান।