PAK vs ENG: পাকিস্তানের ঘূর্ণিঝড়ে নিখোঁজ ব্রিটিশ বাজবল! আটারির ওপারে ৩০ বছর পর 'স্বাধীনতা'...

Pakistan Register Incredible Test Feat After England Series Win: ঘরের মাঠে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতল পাকিস্তান! যেন আজ আটারির ওপারে ৩০ বছর পর 'স্বাধীনতা'!  

Oct 26, 2024, 17:57 PM IST
1/5

পাকিস্তান সফরে ইংল্যান্ড

England tour of Pakistan 2024-25

পাকিস্তানে তিন টেস্টের সিরিজ খেলতে এসেছে ইংল্যান্ড! মুলতানে ব্রিটিশরা ৪৭ রানে হারিয়েছিল আয়োজকদের। প্রথম টেস্টের পর আর দাঁত ফোটাতে পারেনি। দ্বিতীয় টেস্টে পাকিস্তান ১৫২ রানে জিতে সিরিজে সমতায় ফিরে এসেছে। শনিবার রাওয়ালপিন্ডিতে, ৯ উইকেটে তৃতীয় টেস্ট জিতে, ২-১ ব্যবধানে সিরিজ পকেটে পুরে ফেললেন শান মাসুদরা!

2/5

১৯৯৫ সালের পর প্রথমবার!

First Time Since 1995

পাকিস্তান তাদের ক্রিকেট ইতিহাসে, এই নিয়ে দ্বিতীয়বার প্রথম টেস্ট খুইয়েও তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতল। শেষবার ১৯৯৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে তারা চমকে দিয়েছিল। এবার তারা করে দেখাল ইংরেজদের বিরুদ্ধে।  

3/5

পাকিস্তানের প্রথম টেস্ট সিরিজ জয় চার বছর পর!

Pakistan’s First Test series Victory

২০১৫ সালের নভেম্বরে পাকিস্তান শেষবার ইংরেজদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছিল। ৯ বছর পর তারা ফের 'ব্রিটিশ বধ' করল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়- পাকিস্তান ২০২১ সালের পর ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতল।  

4/5

মুলতান টেস্টের সংক্ষিপ্ত স্কোর

Pakistan vs England, 3rd Test at Rawalpindi

ইংল্য়ান্ড প্রথম ইনিংসে ২৬৭ রান করেছিল। জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে ৩৪৪ করে। দ্বিতীয় ইনিংসে জো রুটরা গুটিয়ে যান ১১২ রানে। জেতার জন্য় মাত্র ৩৬ রানের টার্গেট ছিল পাকিস্তানের সামনে! হেসে খেলে জিতে নেন শান অ্যান্ড কোং!

5/5

নোমান-সাজিদের ঘূর্ণিতেই নিখোঁজ ইংল্য়ান্ড

Noman Ali And Sajid Sajid Khan spin Pakistan to series win

নোমান-সাজিদের ঘূর্ণিতেই নিখোঁজ হয়ে গেল ইংরেজরা। দুই টেস্ট মিলিয়ে তাঁরা নিয়েছেন ৩৯ উইকেট! সাজিদ খান সিরিজের সেরা হয়েছেন ১৯ উইকেট নিয়ে! সাজিদ তৃতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ১০ উইকেট! নোমান নিয়েছেন ৯ উইকেট! এই দুই স্পিনারকে সামলাতে গিয়েই হিমশিম খেল পাকিস্তান। আগের টেস্টে সাজিদ -নোমান জুটিই ইংল্যান্ডের ২০ উইকেট তুলে নিয়েছিলেন। তৃতীয় টেস্টে তাঁদের মিলিত সংগ্রহ ১৯টি উইকেট।