PAK vs ENG: পাকিস্তানের ঘূর্ণিঝড়ে নিখোঁজ ব্রিটিশ বাজবল! আটারির ওপারে ৩০ বছর পর 'স্বাধীনতা'...
Pakistan Register Incredible Test Feat After England Series Win: ঘরের মাঠে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতল পাকিস্তান! যেন আজ আটারির ওপারে ৩০ বছর পর 'স্বাধীনতা'!
1/5
পাকিস্তান সফরে ইংল্যান্ড
পাকিস্তানে তিন টেস্টের সিরিজ খেলতে এসেছে ইংল্যান্ড! মুলতানে ব্রিটিশরা ৪৭ রানে হারিয়েছিল আয়োজকদের। প্রথম টেস্টের পর আর দাঁত ফোটাতে পারেনি। দ্বিতীয় টেস্টে পাকিস্তান ১৫২ রানে জিতে সিরিজে সমতায় ফিরে এসেছে। শনিবার রাওয়ালপিন্ডিতে, ৯ উইকেটে তৃতীয় টেস্ট জিতে, ২-১ ব্যবধানে সিরিজ পকেটে পুরে ফেললেন শান মাসুদরা!
2/5
১৯৯৫ সালের পর প্রথমবার!
photos
TRENDING NOW
3/5
পাকিস্তানের প্রথম টেস্ট সিরিজ জয় চার বছর পর!
4/5
মুলতান টেস্টের সংক্ষিপ্ত স্কোর
5/5
নোমান-সাজিদের ঘূর্ণিতেই নিখোঁজ ইংল্য়ান্ড
নোমান-সাজিদের ঘূর্ণিতেই নিখোঁজ হয়ে গেল ইংরেজরা। দুই টেস্ট মিলিয়ে তাঁরা নিয়েছেন ৩৯ উইকেট! সাজিদ খান সিরিজের সেরা হয়েছেন ১৯ উইকেট নিয়ে! সাজিদ তৃতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ১০ উইকেট! নোমান নিয়েছেন ৯ উইকেট! এই দুই স্পিনারকে সামলাতে গিয়েই হিমশিম খেল পাকিস্তান। আগের টেস্টে সাজিদ -নোমান জুটিই ইংল্যান্ডের ২০ উইকেট তুলে নিয়েছিলেন। তৃতীয় টেস্টে তাঁদের মিলিত সংগ্রহ ১৯টি উইকেট।
photos